নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৃতীয় পুরুষ

হেমন্ত মন্ডল

আমি নিতান্তই একজন জ্ঞানান্ধ মানব। অন্যের হাতে জ্ঞানের মশাল দেখে নিজেকে তা থেকে মুক্তি দেওয়ার সাধ জন্মালো। তাই অনুসন্ধান শুরু করলাম। ছুটছি আপন কক্ষপথে। অন্যের কক্ষপথে। জ্ঞান চাই। আমার জ্ঞান চাই। প্রচুর। অসীম। আমার অসীম জ্ঞান চাই। যে জ্ঞান আমাকে মুক্তির পথ দেখাবে। যে জ্ঞান আমাকে আমার স্রষ্টার কাছে সমর্পিত করতে উদ্ভূত করবে। কিন্তু পাই না। এই জগতের লোভ, লালসা, কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ সেই সুযোগ দেয়না। তখন আমি তা থেকে বিচ্যুত হই। তারপর কলম ধরি। সেই জ্ঞানের বিপরীত দিকে ধাবমান হই। নিজেই সৃষ্টি করতে চাই। কিন্তু তাতো সম্ভব নয়। যে কাজ সর্ব কল্যাণকারীর। যে কাজ শুধু মাত্র এক জনের জন্যই। তা আমি কোন -কি কারণে করতে পারি? এখন আমি সে পথ থেকে বিচ্যুত। সম্পূর্ণ বিচ্যুত। তাই জ্ঞানের গর্ভে বিলীন হয়ে যাই। নিজেই লিখি! হ-য-ব-র-ল বাক্য বানাই। যার কোন অর্থ নিজেও জানি না। কেউ তার অর্থ খুঁজলে উত্তর দেই না। এর চেয়ে বেশি আমি আর কিছছুই নই।

হেমন্ত মন্ডল › বিস্তারিত পোস্টঃ

Sin, cos, tan অনুপাত মনে রাখার সহজ কৌশল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

১। Sin= লম্ব/অতিভুজ
সহজে মনে রাখার নিয়ম:
সাগরে লবণ অতি।
অর্থাৎ Sin= সাগরে, লম্ব= লবণ, অতিভুজ= অতি

২। Cos= ভূমি/অতিভুজ
কৌশল:
কবরে ভূত অতি।
(উপরের নিয়ম লক্ষ করুন)

৩। Tan= লম্ব/ভূমি
কৌশল:
টেরা লম্বা ভূত।
এখানে, টেরা= ভূতের নাম বা Tan, লম্বা= লম্ব, ভূত= ভূমি


বাকী Cosec, Sec, cot যথাক্রমে উপরের ১, ২, ৩ নং এর বিপরীত হবে।

ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.