নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাদরীসের ব্লগ

শুধু তোমার জন্য প্রেমকে আমি পরিণত করেছি কবিতায়...!

নাদরীস

নেই তবু যা আছের মতো দেখায় আমরা তাকে আকাশ বলে ডাকি, সেই আকাশে যাহারা নাম লেখায় তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি ! --নির্মলেন্দু গুণ

নাদরীস › বিস্তারিত পোস্টঃ

“ANTON SZANDOR LAVEY”র THE SATANIC BIBLE-এর একটি অংশ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

নয়টি শয়তানী বক্তব্যঃ



১। শয়তান সংযমের পরিবর্তে মুক্তিপত্রের প্রতিনিধিত্ব করে!

২। শয়তান আধ্যাত্মিক স্বপ্নের পরিবর্তে অত্যাবশ্যক অস্তিত্বের প্রতিনিধিত্ব করে!

৩। শয়তান ভন্ডামিপূর্ণ নীচ-কপটতার পরিবর্তে নির্মল জ্ঞানের প্রতিনিধিত্ব করে!

৪। শয়তান অকৃতজ্ঞদের প্রতি ভালোবাসা প্রদর্শনের পরিবর্তে দয়া প্রত্যাশীদের জন্য দয়ার প্রতিনিধিত্ব করে।

৫। শয়তান অভিশাপ বা গালাগালি প্রদানের পরিবর্তে প্রতিশোধের প্রতিনিধিত্ব করে!

৬। শয়তান মানসিক রক্তচোষাদের নিয়ে ভাবার পরিবর্তে দায়িত্বশীলের দায়িত্বের প্রতিনিধিত্ব করে।

৭। শয়তান মানুষকে উপস্থাপন এভাবে, যে মানুষ অন্য প্রাণীদেরই মত, কখনো ভাল, কখনো চার পেয়ে প্রাণীর চেয়েও খারাপ, যে তাঁর স্বর্গীয় আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের ফলে সর্বপেক্ষ বিজয়ী প্রাণীতে পরিণত হয়েছে।

৮। শয়তান তথাকথিত সমস্ত পাপের প্রতিনিধিত্ব করে, যা তাঁর অনুসারীরা ভৌত, মানসিকে অথবা আবেগতাড়িত আত্মতৃপ্তির জন্য করে থাকে।

৯। এযাবৎকাল পর্যন্ত শয়তানের সর্বোত্তম মিত্র হল গির্জা, কারণ শয়তানের অস্তিত্বের বলেই গির্জার সমস্ত ব্যবসা টিকে আছে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.