নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি

চির উন্নত মম শির

হিমরাজ ব্লগ

চির উন্নত মম শির

হিমরাজ ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আসো পতাকা তলে

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬





মুশের্দ রায়হান

সংগঠক, রাজনীতিক, গবেষক



আমরা এসেছি দিন বদলের সনদ নিয়ে। আপনাদের জন্য। একতার জন্য। বাংলাদেশের জন্য। অনিয়ম যেখানে নিয়মে পরিণত হয়েছে সে অবস্থাটিকে চ্যলেঞ্জ জানিয়ে নিয়মকে প্রতিষ্ঠার জন্য। রাজনীতিকে কালিমামুক্ত করবার জন্য। সবাইকে জাগিয়ে সবার পক্ষে যা করা সম্ভব সেটি করাবার জন্য। সবার একতাবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বার জন্য। সম্ভাবনাময় এদেশের প্রতিটি মানুষকে জাগিয়ে উন্নয়নের অংশীদার করবার জন্য। সবার অর্জনের পাল্লাকে ভারি করে বিশ্বের বুকে সৎ, সাহসী, মাথা উঁচু একটি জাতি প্রতিষ্ঠার জন্য। আমরা এসেছি আপনাদেরকে জানাতে আপাতভাবে আমাদের কাছে মনে হওয়া অসম্ভবকে সম্ভবপর করে তোলা সম্ভব।



নতুন কোনো বার্তা নয়। অলীক আশা জাগানিয়া কথা নয়। আমরা সহজ করেই আমাদের সম্ভাবনাকে, আমাদের পক্ষে সম্ভবপর কাজগুলোকে সম্পন্ন করবার কথা বলছি। আপনাদের আত্মবিশ্বাসের জন্য বলছি। সম্ভব। আমাদের পক্ষে সম্ভব। আপনার পক্ষে সম্ভব। আপনি চাইলে সম্ভব। আমরা জানি আপনারা চান। আমরা আপনাদের চাওয়াগুলোকে আপনাদের সঙ্গে থেকে অর্জন করবো।



একটা সংসার চালানো যেমন সহজ, ঠিক ততোটাই সহজ একটা দেশ চালানো। আপনি যদি দক্ষ হাতে আপনার সংসার চালাতে পারেন, নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার দেশের হালও ধরতে পারবেন। আমাদের রাষ্ট্রের যে অবকাঠামো, যে লোকবল এবং যে পরিমাণ সম্পদ রয়েছে সেটি দিয়ে অনেক সুচারুভাবে সম্ভব এদেশটাকে অনেক ভালোভাবে এগিয়ে নেয়া। এর জন্য চাই সদিচ্ছা। এর জন্য চাই সততা। এর জন্য চাই দৃঢ় মনোবল। প্রয়োজন একতা। আর প্রয়োজন আত্মবিশ্বাস।



আমরা প্রশাসনযন্ত্রে কর্মরত আপনাকে বলছি; আমরা দেশের সেবা খাতে কর্মরত আপনাকে বলছি; আমরা বেসরকারি পর্যায়ে কর্মরত আপনাকে বলছি; আমরা করপোরেট সেক্টরে কর্মরত আপনাকে বলছি; আমরা শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত আপনাকে বলছি; আমরা কৃষি উৎপাদনে নিয়োজিত আপনাকে বলছি; আমরা শ্রম দিয়ে আমাদেরকে সেবা প্রদানকারী আপনাকে বলছি; আমরা শিক্ষা অর্জনে নিয়োজিত শিক্ষার্থী আপনাকে বলছি; আমরা গবেষণাকাজে নিয়োজিত আপনাকে বলছি; আমরা শ্রমজীবি প্রতিটি মানুষকে বলছি আপনি, আপনারা, এবং আমরা সবাই মিলে পারি অনেক বড় কাজ সম্পাদন করতে।



আপনি আপনার জীবনে অর্জিত একটা সফলতার দিকে তাকান। অধিকার, কিংবা দাবি আদায়ে আপনার অংশগ্রহণের একটা ঘটনার কথা স্মরণ করুন, দেখবেন বিভিন্ন সময়ে আপনারা সফল হয়েছিলেন আপনাদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় দাবি আদায় করতে। আমাদের সম্মিলিত অংশগ্রহণে আমরা আমাদের স্বাধীনতা এনেছি। আমাদের সম্মিলিত অংশগ্রহণে আমরা এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি। আমরাই আমাদের প্রমাণ, সম্মিলিত অংশগ্রহণে আমরা অনেক বড় কিছুকেই অর্জন করতে পারি।



আপনাদের কাছে আমাদের অবস্থানকে আমরা পরিষ্কার করতে চাই। আমাদের অর্জনের পাল্লাকে ভারি করবার জন্যই আমরা রাজনীতির মঞ্চে সক্রিয় হয়েছি। আমরা স্বাধীনতা অর্জন করেছি; কিন্তু স্বাধীনতার সুফল আমরা এখন পর্যন্ত ভোগ করতে পারিনি। আমরা স্বাধীন অর্থনৈতিক কাঠামোয় বসবাস করছি; তারপরও আমরা শক্ত অর্থনৈতিক কাঠামো তৈরি করতে পারিনি বা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারিনি। আমরা গণতন্ত্র এনেছি; তবু গণতান্ত্রিক ব্যবস্থা, সুস্থ রাজনৈতিক ধারা তৈরি করতে পারিনি।



আমরা সুস্থ রাজনৈতিক চর্চা করতে চাই। আমরা সৎভাবে প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে চাই। আমরা শিক্ষার সরোচ্চ প্রসারের মাধ্যমে শিক্ষা-দীক্ষা-গবেষণায় দেশকে সর্বোচ্চ আসনে স্থাপন করতে চাই। আমরা অভাব-অনটন-দারিদ্রতা দূর করতে চাই। আমরা স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়ে সবার জন্য উন্নত চিকিৎসা সেবার নিশ্চয়তা প্রদান করতে চাই। আমরা কৃষিক্ষেত্রে সনির্ভর হতে চাই, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে চাই। আমরা দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে চাই। আমরা কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে চাই, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে চাই। সর্বস্তরে দুর্নীতির মূলোৎপাটন করতে চাই। অনুন্নয়ন খাতগুলোকে উন্নয়ন খাতে পরিণত করতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে চাই। সমৃদ্ধ অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করতে চাই। দেশের প্রতিটি প্রতিষ্ঠান এর জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন নিশ্চিত করতে চাই।



সুস্থ, সৎ, জবাবদিহিতার রাজনীতি করবার জন্য আমরা রাজনীতির মঞ্চে এসেছি। আমরা সৎ, সাহসী, নেতৃত্বগ্রহণে আগ্রহী উচ্চ শিক্ষিত প্রতিটি মানুষকে আহবান করছি আমাদের সাথে রাজনীতি করবার জন্য। আমরা সৎ, সাহসী, স্বক্ষেত্রে অভিজ্ঞ নেতৃত্ব গ্রহণে আগ্রহী কৃষক, মজুর, শ্রমিকদের আহবান করছি আমাদের সাথে রাজনীতি করবার জন্য। আশাবাদী, সৎ, সাহসী এবং সাহসী হতে চাওয়া প্রত্যেকটি মানুষকে, দেশের কল্যাণ করতে চাওয়া প্রত্যেকটা মানুষকে, নিজের উন্নয়ন করতে চাওয়া প্রতিটি মানুষকে আহবান করছি আমাদের সমর্থন দেবার জন্য।



আগামী তিন বছরের মধ্যে আনুষ্ঠানিকভাবে আমরা রাজনীতির মাঠে আপনাদের সাথে দায়িত্বগ্রহণ করবো। এখন আমরা মেনিফেস্টো লিখছি, নিজেদের আরো ভালোভাবে তৈরি করবার চেষ্টা করছি, শিখছি, সমর্থন আদায়ের চেষ্টা করছি। বাঙালি জাতীয়তাবাদকে ধারন করি আমরা। আমরা সৎ, উদার, বিজ্ঞানমনস্ক, প্রগতিশীল, শিক্ষিত রাজনৈতিক ধারা তৈরি করবো। আমাদের জন্য ভালো একটি নামের প্রস্তাবনা করবার আহবান করছি।



আপনারা আমাদের সমর্থন দিন। আমাদের দিক নির্দেশনা দিন। আমাদের সাথে আলোচনা করুন। আপনারা আপনাদের সাহসী হাত আমাদের দিকে বাড়িয়ে দিন, আমরা সফল মাথা উঁচু একটা দেশ আপনাদের উপহার দেব।



বিজয় সুনিশ্চিত। জয় বাংলা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

এলিয়ান বলেছেন: কই যোগাযোগ করুম ?

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

হিমরাজ ব্লগ বলেছেন: এলিয়ান, [email protected] ই-মেইল এ যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.