![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
আলোগুলোও কখনো কখনো বড্ড অন্ধকার লাগে,
উষ্ণতারা যেন হিমালয়ের শিতলতা,
দুহাটু ভাজ করে জুবুথুবু হয়ে থমকে যায় জীবন।
নিরবতার আত্নচিৎকার ফাটল ধরায়
হৃদপিন্ডের দেয়ালে।
আঁধারের হাতলে থেতলে যায় স্বপ্ন, রক্তপ্রবাহে
অতিতদের বিদ্রোহ! উষ্ণতার তৃষ্ণায় যখন চৌচির
বুক, অতিত থেকে ভেসে আসে এক ঝটকা
ঝুড়ো হাওয়া। বর্তমান হেলে পড়ে আরেকটু অতিতে,
আমি অবাক হয়ে দেখি ওরা হেরে যাচ্ছে।
পাওয়াগুলো না পাওয়ার গলায় ঝুলে, আড়ষ্টতা
জেকে বসে আরেকটু গভিরে, ফাটলে ফাটলে রঙ-বেরঙের
শুকনো রক্তের গন্ধ। আমি থ্যাতলানো স্বপ্ন মেলে ধরি।
চারপাশে ঝাঁঝালো আর্তনাদ, একফোটা শব্দ নেই।
শুন্য অবয়বে দুরে দাড়িয়ে থাকে ভবিষ্যত।
©somewhere in net ltd.