![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
পাঠাইতো,
প্রায় প্রতিদিনই তোমাকে!
কেনো পাওনা তুমি চিঠি?
মেঘের খামে ভরে, জলছাপা অক্ষর,
নিজে হাতে লিখেছি আমি!
পৃষ্টার পর পৃষ্টা,
আবার কখনো একটি বাক্য-
'ভালো আছোতো'।
চিঠি পাবে,
তোমাকে লেখা আমার হাজারো চিঠি,
একটু সময় করে বৃষ্টিতে ভিজে দেখো,
ওরা তোমার অধর স্পর্শ্ব করবে,
জলসিড়ি খেলবে তোমার আঁখি পল্লবে,
আছড়ে পড়বে তোমার রাঙা পায়,
ক্ষমা চাইবে,
তোমাকে আজো ভুলতে পারিনি বলে।
চিঠিগুলো অবাক হবে হয়তো,
কাজল লেপটে থাকা তোমার চোখে তাকিয়ে,
সেকি! তোমারতো কাঁদার কথা নয়!
কান পেতো,
ওরা তোমায় পড়ে শোনাবে, চিঠি।
এক পাতা, দু পাতা
আবার কখনো একটি বাক্য -
'ভালো থেকো'।
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ, এই অধমকে উৎসাহের জন্য।
২| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৩
জিসান উদ্দিন সেখ বলেছেন: সুন্দর লেখা কিন্তু বানান ভুল আছে।
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯
শাব্দিক শব্দ বলেছেন: বাঙলা বানানে নি:সন্দেহে আমি বেশ কাঁচা, শুধরানোর চেষ্টা চলছে। ধন্যবাদ।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪০
সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার লেখনী !!
হে কবি ভাল লাগা জানিয়ে দিলাম
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ কবি, এতটা উতসাহের জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে