![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
যদি বলি তোকে খুঁজছি
বুক জুড়ে, সুখ জুড়ে
চোখ জুড়ে!
বিশ্বাস করবি?
আমি কথা বলি, সুরে হয়ে মিশে যাস তুই,
কথা হয় কবিতা, নয়তো গান,
তুই আছিস যে।
তুই আছিস, আবার নেই!
এইতো স্পর্শ্ব করি তোকে,
আবার মিলিয়ে যাস!
বৃষ্টি শুধু বৃষ্টি নয়, ওরা তুই,
আমাকে ভেজাতে আছিস,
কখনো চোখ বেয়ে
আবার কখনো আকাশ ভেঙে।
০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ, আপু!
ছবিতা খানা মেলাতে পিন্টারেস্ট পর্যন্ত ঢু মারতে হলো।
২| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
শাব্দিক শব্দ বলেছেন: অনুপ্রেরনা দায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৬
মানসী বলেছেন: বেশ ভালো লাগলো।
০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
শাব্দিক শব্দ বলেছেন: বেশ অনুপ্রেরণা পেলুম নিঃসন্দেহে। ব্লগে নবীন, এই নিজের মনে চলতে থাকা হিজিবিজি কথায় আঁকি। এই যা। ধন্যবাদ
৪| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
নাজনিন সন্ধি বলেছেন: ভালো লাগলো অনেক, ধন্যবাদ কবি।
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১২
শাব্দিক শব্দ বলেছেন: অনেক ধন্যবাদ, উতসাহের জন্য।
৫| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৯
আলম দীপ্র বলেছেন: ভালো লেগেছে কবিতা !
ঈদের শুভেচ্ছা !
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১১
শাব্দিক শব্দ বলেছেন: ঈদের শুভেচ্ছা, আর ধন্যবাদ অনুপ্রেরণার জন্যে।
৬| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪
জনৈক অচম ভুত বলেছেন: ভাল্লাগছে।
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫১
শাব্দিক শব্দ বলেছেন: ভালোলাগায় ভালোলাগা ছড়ায়, জন্ম দেয় অনুপ্রেরণার। এপাশেও ঠিক তায়। ধন্যবাদ, ভুত।
৭| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: কবিতা পড়ে তো আসলেই দ্বিধায় পড়লাম।
এটাই তো কবিতার স্বার্থকতা।
++++
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫২
শাব্দিক শব্দ বলেছেন: দ্বিধাহীন জীবন নিতান্তই পানসে!
অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণার জন্য।
৮| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে । ছবিটা উপরে দিলে ভালো হতোনা?
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩
শাব্দিক শব্দ বলেছেন: ভালো লাগা জানানো, মুল্যবান পরামর্শ্ব ও অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮
শায়মা বলেছেন: ভাইয়া

কবিতা এবং ছবিতা দুইটাই ভালো লাগলো!