![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
যদি তোর দুটো জীবন হতো
তবে একটা অন্তত চেয়ে নিতুম,
মনে মন মিলিয়ে কাটাতাম দুপুর,
ভোর বেলাতে শাপলা তুলতাম পঙ্কচ বিলে,
সকালগুলো ঢেলে দিতাম তোর রুপে,
মুহুর্তগুলো বন্দি করতাম-
ভালোলাগার কোন রুপোর খাঁচায়।
বিকেলবেলায় নিমগ্ন ভালোবাসায়-
ঘুড়ি উড়াতাম তোর চোখে চোখ রেখে।
রাত গুলো অর্পণ করতাম তোর মনের মন্দিরে,
ভালোবাসার ডালা মেলে নিতাম প্রসাদ,
তোর চরনে ঢেলে দিতাম প্রেম পূজা।
চাইতাম দু-পসরা সুখের আশির্বাদ।
মনের দেয়ালে বাঁধায় করতাম তোর কন্ঠস্বর,
সেদিন হয়তো উৎসবের দিনগুলোতেও-
তোর অবহেলা উপহার পেতাম না!
জীবন তরিতে মনহর স্তব্ধতা,
ঝড়ে লন্ডভন্ড তীর, তবু আমি উল্টো বাইবো দাঢ়,
সুখেরা উড়ে যাক তোর অট্টালিকায়,
আমার নীড় হোক আমি!
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৭
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য ও ভালো লাগা জানিয়ে অনুপ্রেরণার জন্য।
২| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৮
বিজন রয় বলেছেন: পোস্টে ছবি প্রথমে দিলে ভাল হয়।
পঙ্কজসহ অনেক বানান ভুল আছে।
এমনিতে ভাল লিখেছেন।
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৬
শাব্দিক শব্দ বলেছেন: বাংলা বানানে বেশ কাচা সেতা স্বীকার করতে দ্বিধা নেই, কাজ করছি বানানের উপর।
আপনার পরামর্শ্ব ও অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২
সুমন কর বলেছেন: ভালো লাগল।