নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধার এপার হতে ওপার, যেন বিরাট এক গোলক ধাঁধাঁ, দুটো মোটে চন্দ্রবিন্দু অথচ কতইনা বিচিত্র সব রঙ্গ রস!

শাব্দিক শব্দ

বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।

শাব্দিক শব্দ › বিস্তারিত পোস্টঃ

আগমন!

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:১১



আজো একই পদধ্বনী, ওরা আসে
ভিড় করে হৃদয়ের উঠোন জুড়ে,
আমি মনের জানালা খুলে উঁকি দেই,
কত রঙ, কত বৈচিত্র!
হাসি, অভিমান, রাগ, স্বপ্ন, সুখ, অভিযোগ,
আরো অনেকে!

সেই ছলছল চোখ দুটো, কখনো দুষ্টুমি ভরা,
গভিরতার রুপকথা, অদ্ভুত মায়াবী টান,
হারিয়ে যাওয়ার আকুতি, সব আছে!

তবু গাঢ় শুন্যতা,
হাহাকার ভরা বুকের রাজপথ,
অলস ঘুমোয় পথ চলার বাহন গুলো,
মুখ থুবড়ে পড়ে মনের ইট, বালু, সিমেন্ট,
আর কোন স্বপ্ন তৈরি হয়না,
জীবন থেমে নেই,
তবে থমকে গেছে সময়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:২১

মোহাম্মদ গোফরান বলেছেন:
তবু গাঢ় শুন্যতা,
হাহাকার ভরা বুকের রাজপথ,
অলস ঘুমোয় পথ চলার বাহন গুলো,
মুখ থুবড়ে পড়ে মনের ইট, বালু, সিমেন্ট,
আর কোন স্বপ্ন তৈরি হয়না,
জীবন থেমে নেই,
তবে থমকে গেছে সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.