নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধার এপার হতে ওপার, যেন বিরাট এক গোলক ধাঁধাঁ, দুটো মোটে চন্দ্রবিন্দু অথচ কতইনা বিচিত্র সব রঙ্গ রস!

শাব্দিক শব্দ

বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।

শাব্দিক শব্দ › বিস্তারিত পোস্টঃ

জলছবি!

১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৫

তবে কি বিদায়গুলো সদয় হবে?
ঝেড়েমুছে নিয়ে যাবে স্মৃতির বস্তাগুলো,
সেইসব সময়গুলো হবে শুধুই সময়?
আচ্ছা ওগুলোতে তো তুমি আছো, আমিও কি?



বাদ দাও ওসব,
তোমার সুখের দেয়ালে লাগুক আরো রঙ,
সেখানে আরো সময় নিয়ে এঁকো নিজের সুখ,
প্রিয়জনরা থাকুক জলছবি হয়ে,
আমি আছি, দেয়ালের ওপারে,
আমাকে দেখতে পাবেনা তুমি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: তোমার সুখের দেয়ালে লাগুক আরো রঙ,
সেখানে আরো সময় নিয়ে এঁকো নিজের সুখ,

সুন্দর +++++

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২

শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই। :)

২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৭

আহমেদ জী এস বলেছেন: শাব্দিক শব্দ ,



সুন্দর লিখেছেন বিশেষ করে বক্তব্যের স্টাইলটি ।

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৩

শাব্দিক শব্দ বলেছেন: এই নিজের মনের আঁকিবুঁকি আর কি। :)

৩| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৭

সিগনেচার নসিব বলেছেন: বেশ ভাল লাগল
ছবিটাও সুন্দর হইছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.