![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
ঠোটে ঠোটে ভেজাবে?
মনে মন?
চোখে চোখ ভেজাবে?
হাতে হাত?
প্রেমে প্রেম ছোঁয়াবে?
পায়ে পা?
স্বপ্নে স্বপ্ন জুড়বে?
সুখে সুখ?
না?
তবে চলো রঙ তুলি খেলি,
আকাশ জোড়া ক্যানভাস,
তুমি আমি স্বপ্ন আঁকবো,
মেঘেরা ঢেকে দেবে স্বপ্নগুলো,
ধুয়ে যাবে বৃষ্টিতে,
আবার আঁকবো, আবার, আবার!
নীল ক্যানভ্যাসে সাদা-কালো স্বপ্ন,
চোখ বেয়ে ঝরে যাবে,
পৌষ-মাঘ কিংবা শ্রাবণে!
১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ রাজপুত্র
২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: ভালোবাসার মানুষটিকে কাছে পাবার প্রবল একটা ই্চ্ছে'র আকুতি। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, আগামীতে আরো লিখবেন। ভালো থাকুন।
১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৯
শাব্দিক শব্দ বলেছেন: স্বপ্ন আর আকুতি নিয়েইতো মানুষের জীবন, সেগুলো নিয়েই ভালো আছি।
৩| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: আপনার ব্লগে পেলাম:
পোস্ট করেছি: ১৪টি
মন্তব্য করেছি: ২৩টি
মন্তব্য পেয়েছি: ৫৫টি
আপনি দেখি মন্তব্য করতেই চান না !! তাহলে মানুষ কিভাবে জানবে আপনি লিখছেন?
১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪২
শাব্দিক শব্দ বলেছেন: একমত, মন্তব্যের জন্য সময় বের করবো ভাবছি।
ধন্যবাদ মুল্যবান মন্তব্যের জন্য।
৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:০০
আলম দীপ্র বলেছেন: আরও ভালো লিখে চলুন ! শুভকামনা!
১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩০
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ দীপ্র
৫| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৬
বিজন রয় বলেছেন: সহজ-সরল অর্থবোধক রোমান্টিক কবিতা।
ভাললাগা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগে নি।