![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
আবার হয়তো ঘুমোতে পারবো কখনো,
একা হয়ে যাবে রাতের নিস্তব্দতা, ঘুন পোকার
নৈশ ভোজ হঠাৎ থমকে দাড়াবে না আমায় দেখে।
গোটা কয়েক মিটার দুরের ফ্লাটে কোনার ঘরটিতে
রাত জেগে কাটানো প্যারালাইস্ড বৃদ্ধার অনবরত কাশির শব্দে হয়তো
বুক কেঁপে উঠবেনা আমার।
পাশের ঘর থেকে চিৎকার করে বলা - "বাবা একটু আস্তে,
আপনার ছেলে ঘুমোতে পারছেনা, বাচ্চাটাও ভয় পাচ্ছে, রাত হলে
কি যে হয় আপনার" এই ভয়ংকর কথাটা হয়তো আমার ঘুম আমাকে
শুনতে দেবেনা। বৃদ্ধার জলে ভরে যাওয়া দুচোখ হয়তো ভেসে
উঠবেনা আমার ৩য় চক্ষুতে।
ঘুমোতে চাই, রাতের আঁধারে জেগে উঠা পৃথিবীর নগ্নতা
আমি দেখতে চাইনা, দেখতে চাইনা কালোর মাঝে মিশে যাওয়া
আরো সব কালোর মিছিল।
আমায় একফোটা জ্যোৎস্না কিংবা রৌদ্র দাও, আমি ঘুমোতে যাবো।
১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫১
শাব্দিক শব্দ বলেছেন: তা বটে, কষ্টকর। ধন্যবাদ।
২| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৪
মহসিন ৩১ বলেছেন: মানুষ ; সব মানুষই এমন । সামর্থ্যের অভাবটাকে অর্থকরী তৈরি করতে উদ্ভাসি ! আয়ে ঘুম তবুও তো প্রয়োজন। সিডেটিভ ছাড়া ঘুম।
১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫২
শাব্দিক শব্দ বলেছেন: রহস্যে ঘেরা মানব
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কষ্টকর।
থিমটা দারুণ ছিল।
+