![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
চোখ ভেজাবো জ্যোৎস্না জলে,
মন ভেজাবো রঙে,
সুখ গুলোতে প্যাচ লাগাবো,
মন মাতালের ঢঙে।
স্মৃতির তারে সুর উঠাবো,
বেসুরো সব রেশ,
তিনে তিনে সাত মেলাবো
দিনে দিনে শেষ!
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৯
এম এ কাশেম বলেছেন: লিখেছেন তো বেশ।