![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
তুমি পাহাড়িকা বনলতা ফুল,
ঝর্ণা ধারার চঞ্চলা জলচ্ছটা,
তোমার মোহনীয়তায় দিশেহারা হয় পথিক,
থমকে যায় লক্ষ কোটি চলন্ত অনুভূতিরা,
তুমি ঘিরে গড়ে উঠে স্বপ্নরাজ্য,
জীবনের শিরোনাম হয় 'একটি সুন্দর গল্প'।
তোমার নন্দিত মৃদু হাস্যে থমকে যায় পৃথিবী,
আমি বিস্মীত হই সৌন্দর্য্যের মোহনিয়তায়,
অনুভব করি এক রাশ ছন্দ, নিঃশব্দ সুরের ঝংকার!
দমকা শিতলতায় মন হয় উষ্ণ, সুখময়।
বেঁচে থাকার ইচ্ছে বাড়ে বহুগুন।
©somewhere in net ltd.