![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
আমি বড্ড বেমানান তোমার সূচিতে,
আমি বড্ড বেমানান তোমার রুচিতে,
আমি বড্ড বেমানান প্রশান্তির সুখে,
আমি বড্ড বেমানান তোমার বুকে।
আমি বড্ড বেমানান সাজানো ঘরে,
আমি বড্ড বেমানান তোমার তরে।
আমি বড্ড বেমানান আমার আমায়ে,
আমি বড্ড বেমানান তোমার সময়ে।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০২
শাব্দিক শব্দ বলেছেন: এতো বেমানানে থেকে যাওয়াটা অস্বাভাবীক হলেও অ্যাডভেঞ্চার। তবে চলে যাওয়াটার পক্ষেই সংখ্যাধিক্য নিঃসন্দেহে।
২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৮
মশিউর বেষ্ট বলেছেন: ভালো লাগল। শুভকামনা।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০৪
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ কবি।
৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০৪
শাব্দিক শব্দ বলেছেন: ভাগ্যিস প্লাসে প্লাসে মাইনাস হবার সম্ভাবনা নেই
৪| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৫
কানিজ রিনা বলেছেন: +- +- +- তবে -+ মাইনাস।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৪
অরুনি মায়া অনু বলেছেন: তাই 'আমি' 'তোমার' কাছ থেকে অভিমানে চলে যাচ্ছে।