![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
তুই আমার রঙ তামাশা,
মনের আশা,
চোখের ভাষা!
তুই আমার স্বপ্ন সুরে,
কাছে দুরে,
কেঁদেও হাসা!!
তুই আমার ভালো থাকা,
সুখে আঁকা,
হর হামেশা!!!
২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:১০
টাইম টিউনার বলেছেন: সুন্দর কবিতা/ ছড়া
৩| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫
নীলসায়র বলেছেন: আপনার কবিতাগুলি দারুন।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:০৮
কামরুল রোমিও বলেছেন: ..
তুই আমার -
১ম কবিতার
অগোছানো ছন্দ ।
-
বেলাশেষে ,
ছলনার জালে ,
বেড়েই গেল দন্দ্ব ।
-
আছি বেশ ।
মাঝে রেশ ।
যাচ্ছে ভালো-মন্দ ।
-
তুই আমার
শেষ কবিতারও
থাকবি অটুট ছন্দ ।