নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধার এপার হতে ওপার, যেন বিরাট এক গোলক ধাঁধাঁ, দুটো মোটে চন্দ্রবিন্দু অথচ কতইনা বিচিত্র সব রঙ্গ রস!

শাব্দিক শব্দ

বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।

শাব্দিক শব্দ › বিস্তারিত পোস্টঃ

অমিমাংসিত!

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৩



জানি তুমি অমিমাংসিত, তুমি নারী বলে,
কার তুমি, কবে কার, হবে কার, কে তুমি, মেয়ে - ?
এইতো কোল ঘেষে বসে আছো তুমি,
আবার অনেক দুর - ! দশ ফেরের ওপারে,
মৌমাছির সিমানা পেরিয়ে!
পরতে পরতে রহস্য সুড়ঙ্গ, এপাশে ওপাশের চিহ্ন নেই,
তুমি অমিমাংসিত! তুমি, তুমি বলে!
মনে হয় এইতো শিহরে বসে আছো, স্পষ্ট স্পর্শ্ব,
আঁকড়ে ধরি, সোনালী ত্বকে দেখি মাধুর্য্যের মধুমাখা,
গ্রীক দেবীদের সৌন্দর্য্য মলিন করা, অসীম সেই রুপ,
খুব কাছ থেকে, আমি ভিজি, তোমার মোহীত ঐশ্বর্য্যে,
আবার অনেক দুর - ! প্রণয়ের ওপারে,
আঁধারের সিমানা পেরিয়ে!
তোমার মনের মলাটে মলাটে ভিন্ন গন্ধ,
জলজ নুপুর পায়ে, অচেনা সুর!
কার তুমি, কবে কার, হবে কার, কে তুমি, মেয়ে - ?
তুমি অমিমাংসিত! তুমি, তুমি বলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল শেষের লাইন কটি
তোমার মনের মলাটে মলাটে ভিন্ন গন্ধ,
জলজ নুপুর পায়ে, অচেনা সুর!
কার তুমি, কবে কার, হবে কার, কে তুমি, মেয়ে - ?
তুমি অমিমাংসিত! তুমি, তুমি বলে।

শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.