নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধার এপার হতে ওপার, যেন বিরাট এক গোলক ধাঁধাঁ, দুটো মোটে চন্দ্রবিন্দু অথচ কতইনা বিচিত্র সব রঙ্গ রস!

শাব্দিক শব্দ

বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।

শাব্দিক শব্দ › বিস্তারিত পোস্টঃ

পুতুল খেলা!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১২

তুই আমার প্রতিদিন কাটা লটারী,
একবারে ৪০ লক্ষ টাকা,
জানি কোনদিন পাবোনা, তবু তোকে ঘিরে স্বপ্ন সাজাই,
দুজন একসাথে কত কিছু করি!
ছোট্টবাচ্চাদের পুতুল খেলার মতো!
তোর চুল বেঁধে দেই,
ঘুমন্ত মুখপানে অপলক চেয়ে থাকি অনেক্ষন,

তোর সোনালী মুখের লালচে আভায়
দুঠোট ছোঁয়ায় রোজ ভোরে,আধাঘুমে তোর অপ্সরী হাসি!
আমি মুগ্ধ হয়ে ভাবি 'এতো সুন্দর কেন তুই'!
টিভির রিমোট নিয়ে রোজ কাড়াকাড়ি করি আমরা,
ভাবনায় আমি ইচ্ছে করেই আরেকটা টিভি কিনিনা,
কেন জানিস? রিমোট নিয়ে খুনসুটিটা আমার বেশ লাগে,
তোর স্পর্শ্ব পাইযে! ভালোবাসিতো!
আচ্ছা তুই কি ভালোবাসিস আমায়? এমন করে?
রোজ তোর পায়ে নুপুর পরাই, আলতা রাঙা করি তোর চরনদুটি,
তোর চলার ছন্দে আমি কান পাতি,
চোখ পেতে দেখি তোর কথা বলা,
মন পাতি তোর কন্ঠস্বর শুনতে,
হৃদয় পাতি তোর স্পর্শ্বে!
জানি কোন দিন পাবোনা তোকে, তবু তোকে ঘিরে স্বপ্ন সাজাই!
দুজন একসাথে কত কিছু করি!
ছোট্টবাচ্চাদের পুতুল খেলার মতো!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

ফরিদ আহমাদ বলেছেন: প্রথম তিন লাইন অস্থির।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা ।
ভাল লাগল কবিতা ।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

বিজন রয় বলেছেন: তুই আমার প্রতিদিন কাটা লটারী,
একবারে ৪০ লক্ষ টাকা।

হা হা হা ........ এভাবে ভাবিনিতো কোন দিন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.