![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
কই
নেইতো,
শুন্য দেখি,
পুরোটা জুড়ে,
স্বপ্নের বালুতট!
একবুক হাহাকার,
প্রত্যাশাদের মহামারী,
বুনছে নিজেদের সমাধি,
আত্নঘাতী হবে স্বপ্নেরা সব!
শব্দহীন ধ্বংসলীলা গর্জে উঠে,
উত্তর বক্ষ জমাট নিস্তেজ জ্বলন্ত!
প্রত্যাশাহীন বালুতটে তোমার অস্তিত্ব,
দম ফেলে হৃদপিন্ড, সান্তনা মেনে নেয়,
এইযে তুমি আছো, কিন্তু কোন চাওয়া নেই!
স্পর্শ্বে নেই, তবু অনুভবে তোমার কোলাহল,
আমার হৃদয়জুড়ে তোমার আভিজাত বসবাস।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ জানবেন, কবি! সাথে শুভকামনা।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
শাব্দিক শব্দ বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০২
ডঃ এম এ আলী বলেছেন: চমতকার কবিতা ও লেখনি স্টাইল
ভাল লাগল। শুভেচ্ছা রইল ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬
শাব্দিক শব্দ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভকামনা।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১
ইকরাম উল হক বলেছেন: নতুন ফরম্যাট !!!! (হয়ত আমি প্রথম দেখছি)
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
শাব্দিক শব্দ বলেছেন: নতুন ফরম্যাট নয়।
এটাকে পিরামিড কাব্য বলে।
অনেক অনেক বছর ধরে কবিতার এই ফরম্যাটটি প্রচলিত, তবে ব্যবহার খুব কম।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমার হৃদয়জুড়ে তোমার আভিজাত বসবাস।
প্রেমময় অন্তরে সুন্দর ভালোবাসার প্রকাশ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ ও চিরন্তন শুভ কামনা জানবেন।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
মেহেদী রবিন বলেছেন: ফরম্যাট ও কবিতা ভাবনা। অনবদ্য
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
শাব্দিক শব্দ বলেছেন: অনুপ্রানীত হলুম। ধন্যবাদ অনেকগুলো।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৭
রক্তিম দিগন্ত বলেছেন: কবিতার পিরামিড সংস্করণটা আমার বেশ ভাল লাগে।
ভাল লাগলো লেখনীটা।
+
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১
সুমন কর বলেছেন: কবিতা এবং ফরম্যাট দু'টোই সুন্দর হয়েছে।
+।