![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
০
রঙ যত, জং তত,
সুর ভেজা দুপুরে,
ঘোর লাগে, মন জাগে,
তোর পদ নুপুরে!
১
এসো দুরে কোথাও মন জুড়ে কথা কই,
দেই প্রশ্রয়, সুখের মালা গাঁথি এসো সই!
২
তোমার ষোলআনা আমার চার,
তাতেই বাহানায় রাত দিন পার!
৩
জল কুঠিরের দোয়ার ভাঙা,
ঝপসা চোখের বান,
মনের ডাঙায় হারের মিছিল,
কিসের তবু টান!
৪
তুমি নন্দিনী রাণী মম রাজপুরে,
তুমি পূর্ণতা শত শুন্যতার ভিড়ে,
তুমি কলাপাতায় ঘিরে থাকা সুর,
তুমি কাছেরও কাছে, তবু দুর বহুদুর।
৫
তুই আমার রসের কলি, অন্তবলি
সুরে ভেজা প্রেম,
তুই আমার মন জানালা, হৃদয় খোলা
উষ্ণতাতেও হেম।
৬
বৃষ্টি চাস, বারো মাস? দেবো।
আমায় রং তুলিতে আঁকতে চাস? নেবো।
মন পবনে চন্দ্র বিলাস? আছে।
কোথায় ধরে রাখবি আমায়? কাছে।
৭
চলো জলকেলি খেলি, মনের ডানা মেলি,
দুঃখ অবহেলি, চলো বুক ভরে সুখ তুলি।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
ইকরাম উল হক বলেছেন: ০ নং টা সবথেকে ভালো ছিলো
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
dbnews24 বলেছেন: ২ আর ৫ নং টা অসাধারন
ভালো লাগা রেখে গেলাম