![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
মেঘে ঢাকা আকাশের ফাঁক গোলে
তোর মিষ্টি হাসিরা
রোদ হয়ে ঝরে!
ভোরের কোমলতায় ভেসে আসে
তোর চোখের স্নিগ্ধতা।
হেমন্তের বাতাসে খেঁজুর পাতার ছন্দ
মিশে একাকার তোর চলার ভঙ্গিতে!
আমার মনন জুড়ে ঢেউ খেলে
তোর সৌন্দর্য্যধারা,
অনুভূতিরা ভেজে তোর গন্ধে,
আমি ভুলে যাই তোকে ডুমুরের ফুলে,
সাপের পায়ে, অমাবস্যার চাঁদে।
তুই থেকে যাস সময়ে-অসময়ে,
কারনে-অকারনে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০০
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ জানবেন। ঠিক করে ফেলেছি
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৮
অনর্থদর্শী বলেছেন: সরি একটা ভুল হয়ে গেছে। খেজুর বানানটাই ঠিক।চন্দ্রবিন্দু (ঁ) নাই। আমি অভিধান খুলে দেখলাম। আগে ভুল তথ্য দেওয়ার জন্য মার্জনা চাইছি।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২
ভ্রমরের ডানা বলেছেন: বেশ সুন্দর কবিতায় ভাল লাগা!
প্লাস! +++
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৫
অনর্থদর্শী বলেছেন: ফাঁক, খেঁজুর, ডুমুর... ঠিক করে নিন।
বাকিটা ভালোই লাগলো।