![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
শুক্লা তিথীর পুর্ণ চাঁদে
তোমায় আমি ঘরে তুলবো।
হৃদয় খাটিয়ায় বিছিয়ে দেব
সহস্র ফুলের পাপড়ী!
নিচে রঙিন ভালোবাসার চাঁদর,
তুমি কি পুষ্পের উপর গা এলিয়ে দেবে ?
এটাকে কি ফুল শয্যা বলবে সবাই?
তুমি কি বলবে?
তোমাকেতো কেউ দেখতে পাবেনা!
মানুষগুলো কি পাগল ভাববে আমায়?
ঘাসফুলের বাসর কাব্য, ওরা কি এটা বুঝতে চাইবে?
আচ্ছা, তুমি থাকবেতো সে শয্যায়?
পুষ্প গালিচার মধ্য মনিতে বসাবো
একটা সোনালী রঙের ঘাসফুল,
তুমি আত্নাভরে মিশে থেকো সে ফুলে!
নাকি বলবে এসব অলিক কল্পনা?
কল্পনার বাহিরে তোমাকে পাইনেতো আমি,
তাহলে কল্পনা টুকুও কেন কেড়ে নেবে বলো?
২| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: ভালোলাগা+
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
সাদা মনের মানুষ বলেছেন: দারুণ! ভালোলাগা জানিয়ে গেলাম।