নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল করবার অধিকার।; দ্যা রাইট টু মেক ব্লান্ডার্স।

হিজ মাস্টার ভয়েস

চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌন যোগীন্দ্র শিব

হিজ মাস্টার ভয়েস › বিস্তারিত পোস্টঃ

জগতের সকল প্রাণী সুখী হোক

১৫ ই জুন, ২০১৫ রাত ৮:০৫

বাবু শ্রী যুক্ত গনেশের সাথে পাশের ঘরের কুতুবুদ্দিনের বিবাদ অনেক পুরাতন।তারা একবাপের সন্তান যদিও মা পৃথক পৃথক।
৪৭ আর আগে গনেশের জন্ম ; ৪৭ এর পরে কুতুবুদ্দি।

এই বিবাদ মিটানো যাচ্ছিল না; পুরাতন আমাশয় রোগের মত ভোগাচ্ছিল দুই ঘরকে।
দুদিন পর পর বেদনা ওঠে।পেটে মোচড় লাগে।পাইখানা দিয়ে দূর্গন্ধ বাড়তির দিকে। লোকে ছে ছে বলে।

এমতাবস্থায় গনেশ আর কুতুব সিধান্ত নিল তারা সন্ধী করবে।
আর বিবাদ নয়।বাপের যা কিছু আছে ন্যায্য বাটোয়ারা হবে।

বাপের ছিল ফাটা কপাল।সম্বল তেমন কিছু নাই।
এক খান কম্বল, কাঠালের গাছ একখানা, এক ফসলি জমিন দুই গন্ডা আর তালি মারা ছাতা আছে এক্সট্রা যার হাতলটা মেরামত করতে হবে, আরো ছিল একখানি পিতলের বদনা।

বড় ভাই গনেশ দায়দায়িত্ব নিয়েছে, ভাগের পাল্লাতে কোন এদিক ওদিক হবে না।
কুতুব বলেছে সে বিচার মানবে, কোন উচ্চবাচ্চ করবেনা।তার চাওয়া শুধু শান্তি আর সুখ।
যেমন গৌতম বুদ্ধ বলেছিলেন "জগতের সকল প্রানী সুখী হোক"

কম্বলের ভাগ ঠিক হল
দিনের প্রথমেই কম্বল পাবে কুতুবুদ্দিন, ছোট ভাই বলে কথা।
আর রাতের বেলার বরাদ্ধ গনেশের জন্য।
বড় ভায়ের বিবেচনাতে পুলকিত হয় কুতুব।

পরের আইটেম কাঠালগাছ।
বড় ভাই একটু ডানপিটে তাই গাছের উপরের অংশ গনেশের জন্য বরাদ্ধ আর নিচের অংশ কুতুবের।
কুতুব অখুশি হয় না, তার উপরে উঠার চেয়ে নিচে থাকতেই আরামবোধ হয়।ঊপরে ঊঠা তো বড়দেরই কাজ।
ন্যায্যগণ্ডা বুঝে নেবার পালা এবার ফসলি জমিনের।

সিধান্ত হল ছোট ভাই কুতুব শুধু হালচাষ দিয়ে ফসল ফলিয়ে দেবে, বাকি কাজটা কস্ট করে গনেশ নিজে সেরে ফেলবে।
এত কস্ট যখন গনেশ করবে তখন বর্যা আর গৃস্মে ছাতাটা তার প্রাপ্য। কুকুবুদ্দিন শীতের সকালে ছাতা মাথাই খেজুর রশের ভাড় নামাবে।

আর বাকি থাকা বদনার ৯০% পাবে কুতুব, গনেশ শুধুমাত্র শৌচকর্মের সময় বদনাখানি ধার হিসাবে নেবে।
কুতুবুদ্দিন খুশিতে বাকবাকুম।
হিসাবের পাল্লা তো তার দিকেই ভাড়ি।

অর্জনের ১২ হাত শারি খুলতে খুলতে ২২ হাত সন্ধী হয়েই গেলো। বাকি থাকলো কি আর দেনার দায়ে কাপড় খোলা

আজ কুতুব আর গনেশের এক সাথে মন্ত্র জপার দিন
"জগতের সকল প্রানী সুখী হোক"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


বিশ্রী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.