নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল করবার অধিকার।; দ্যা রাইট টু মেক ব্লান্ডার্স।

হিজ মাস্টার ভয়েস

চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌন যোগীন্দ্র শিব

হিজ মাস্টার ভয়েস › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ যখন পাকিস্তান হল

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

বাংলাদেশ স্বাধীন ছিল মাত্র ২৩ থেকে ২৪ দিন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


১৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত,কোন পত্রিকাতে সিঁধেল চুরি, গরু চোর, পকেট মারিং এর নিউজ হয়নি। সবার মধ্যে একটা অনুভূতি ছিল যে, এত রক্ত, এত ত্যাগ, এত মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটা স্বাধীন হতে যাচ্ছে , সেদেশে আমরা সবাই মিলে খাবো, পড়বো, সবার ঘরবাড়ি থাকবে, সবার চিকিৎসা হবে , শিক্ষা হবে, সবার কর্ম সংস্থানের ব্যাবস্থা হবে।



আইসা (১০ জানুয়ারি থেকে) শুরু হল লুটপাট। রিলিফ চুরি, কম্বল চুরি, টিন চুরি এগুলি। প্রবাসী সরকারের নেতৃত্বে এই ২৪ দিন (১৬ডিসেম্বর-৯জানুয়ারি) ছিল #বাংলাদেশটা #স্বাধীন। বিভিন্ন জেলা গুলোতে মুক্তিযোদ্ধারা ছিলেন জেলার দায়িত্বে।



বঙ্গবন্ধু আসার পর, ১০ জানুয়ারির পরে যে এসপি, পাক আর্মীর কাছে একদল মুক্তিযোদ্ধাকে ধরিয়ে দিয়েছে, যে ওসি একজন মুক্তিযোদ্ধাকে ধরিয়ে দিয়েছে, যে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, বঙ্গবন্ধু আবার তাঁদের পোস্টিং দিলেন। যেমন গাজীপুরে প্রবাসী সরকারের ১৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রশাসক ছিলেন জিন্না পাঠান, বঙ্গবন্ধু ১০ জানুয়ারি আসার পরে জিন্না পাঠান আর থাকলেন না, মুক্তিযোদ্ধারা আর থাকলো না, খুলনাতে দায়িত্বে ছিল কামরুজ্জামান টুকু, টুকু আর থাকলেন না । তাঁর অর্থ পাকিস্তান আর্মীকে যে প্রশাসন সাহায্য করেছে তাঁদেরকে আবার আনা। তাঁর অর্থ পুরাতন আইন-কানুন এগুলো দিয়ে আবার রাষ্ট্র পরিচালিত হতে থাকলো। নামে আমরা স্বাধীনতা পেলাম, ভৌগোলিক এলাকা পেলাম কিন্তু আইন-নীতি প্রশাসন ব্যাবস্থা রয়ে গেলো ঔপনিবেশিক আমলের। রাষ্ট্র বিজ্ঞানের ভাষাতে আভ্যন্তরীণ পরাধীনতা।

মানে আগে ছিলাম বিদেশীদের দ্বারা পরাধীন, এখন হয়ে গেলাম দেশীয় লোকদের দ্বারা পরাধীন। আমরা দেখলাম যে দেশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হল, পাকিস্তানীরা আত্মসমর্পন করলো তাঁদের বিচার হল না, ভারতে পাঠিয়ে দেওয়া হল।।

সাক্ষাৎকার
আ স ম আব্দুর রব
প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তলোক

নিউক্লিয়াস সদস্য, মুক্তিযুদ্ধ সংগঠক।


নিচে, Document হিসাবে আ স ম আব্দুর রবের সাক্ষাৎকারের Sound cloud অডিও ক্লিপ সংযুক্ত করে দেওয়া হল। ইউটিউবে এই সাক্ষাৎকারের পূর্ণাংগ VIDEO পাবেন।

https://soundcloud.com/wasim-bonol/a-s-m-abdur-rob-3munites

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: স্বাধীনতা তুমি বাঘ কিংবা সিংহের
কিন্তু নও শালিকের!!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

কানিজ রিনা বলেছেন: এদেশের বিশ্বাস ঘাতকেরা সকল মানুষের
সাথে মিশে গিয়েছিল হায়েনার রুপ পরিবর্তন
করে হরিণের মুখশ পড়ে নিয়েছিল। স্বাধীন
রাস্ট্র, শেখ মুজিবর রহমান বিশ্বাস করেছিলেন
স্বাধীন রাস্ট্রে আর চোর ছ্যাচর থাকবে না।
তাই সকল অবিশ্বাসীদের ক্ষমা করেছিলেন।
যেসব অপরাধীদের লিস্ট করেছিলেন তাদের
বিচার কার্জ শুরু করে যান নাই আর সেখানেই ভুলের মাশুল আজ ছেচল্লিশ বছর
বয়ে বেড়াচ্ছে বাংলার মানুষ। নতুন করে
বিচার করা আর সম্ভব না শিকর বাকর
উপরাতে হলে সেরকম উদ্যোগ নেওয়ার শক্ত
মানুষ নাই। কারন দলের বেদলের মধ্যে
মিশে গেছে হায়েনারা ও তার বাচ্চারা। ভাল
কিছু উপস্থাপনে আপনাকে অভিনন্দন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

খাঁজা বাবা বলেছেন: ভাল বলেছেন

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বাধীনতার পর ১০ বছর বিপ্লবী সরকার করা দরকার ছিল্। এর পর সংবিধান।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

টারজান০০০০৭ বলেছেন: কথাগুলো কি উনি মন্ত্রী থাকাকালীন বলিয়াছেন নাকি মন্ত্রিত্ব যাওয়ার পরে ?

৭| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.