নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writing for Beauty

A passionate writer

হোসাইন আব্দুল হাই

Working as journalist and development activist in Germany

হোসাইন আব্দুল হাই › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখতে শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ে সম্মিলিত ভাবে কাজ করতে হবে - মেয়র নাসির

৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১৮

উন্নয়ন সংস্থা বাসুগ-জার্মানি, সংশপ্তক এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল মাইগ্রেশন এন্ড ডেভেলেপমেন্ট (সিআইএম) এর যৌথ উদ্যোগে বুধবার চট্টগ্রাম মহানগরীর হোটেল টাওয়ার ইন-এ ”বাংলাদেশের পোশাক কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত সুযোগ-সুবিধা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরশেনের মাননীয় মেয়র আলহাজ্ব আ জ ম নাসির উদ্দিন। বাসুগ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এএইচএম আবদুল হাই –এর পরিচালনায় এবং দৈনিক সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক এম নাসিরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্যানেল আলোচক ছিলেন বাসুগ এর প্রতিষ্ঠাতা সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়া এবং বাসুগ এর উপদেষ্টা ও প্রকল্প পরিচালক ড. আহমেদ জিয়াউদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংশপ্তক এর প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) চন্দন চৌধুরী।

উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, অন্যান্যের মধ্যে, পার্ক এর প্রধান নির্বাহী নজরুল ইসলাম মান্না, মমতা'র প্রশাসক (স্বাস্থ্য) মীর্জা মোঃ এরশাদ, ঘাসফুল এর সহকারী পরিচালক আনজুমান বানু লিমা, ক্লিফটন গ্রুপের এম ডি নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, সানম্যান গ্রুপের রিতা দাশ, ওডেব এর রাজীব সেন, ওয়েল গ্রুপের এমডি মোহাম্মদ আলী, এ্যারো জিন্স এর খোদেজা বেগম। এতে আরো বক্তব্য রাখেন আলী রেজা, ইয়াসমিন আক্তার, মরিয়ম আক্তার, ফরিদা ইয়াসমিন, ছোটন চৌধুরী, জাহিদা হাসান, রেবা বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র জনাব আলহাজ্ব আ.জ.ম নাসির উদ্দিন বলেন, দেশের অর্থনীতির মূল প্রাণ গার্মেন্টস শিল্প। আর এই শিল্পের মূল প্রাণ শ্রমিক। কাজেই দেশের অর্থনীতি তথা গার্মেন্টস শিল্প বাঁচিয়ে রাখতে গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক সুযোগ-সুবিধা সুনিশ্চিত করতে শিল্প মালিকসহ সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে। মনে রাখতে হবে, শ্রমিকদের উন্নয়ন কোন দয়া বা করুণা নয়, এটা তাদের ন্যায্য অধিকার। শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করতে পারলে উৎপাদনশীলতা বাড়বে, যার সুফল লাভ করবে মূলতঃ শিল্প মালিকগণ। ফলে এক্ষেত্রে নিজেদের স্বার্থেই এবং সামাজিক দায়বদ্ধতার আলোকে শিল্প মালিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাসুগ সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়া বলেন, পোশাক শিল্প খাত বাংলাদেশে সামাজিক এবং অর্থনৈতিকভাবে সর্বাধিক গুরত্বপূর্ণ খাত। দেশের ৫৪০০ গার্মেন্টস ফ্যাক্টরীতে প্রায় ৪.২ মিলিয়ন শ্রমিক নিয়োজিত যার অধিকাংশই নারী এবং যার অর্ধেকেরও বেশি প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা। পোশাক শিল্প দেশের সর্ববৃহৎ রপ্তানী খাত এবং বিগত অর্থবছরে (জুলাই ২০১৩-২০১৪) এ খাতের রপ্তানী আয় ২৪.৪৯ বিলিয়ন ডলার। পোশাক শিল্প খাতের বিপুল প্রবৃদ্ধি এবং উজ্জ্বল সম্ভাবনা সত্বেও এ খাতে কিছু চ্যালেঞ্জ বিদ্যমান যার মধ্যে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা এবং উন্নত কর্মপরিবেশ অন্যতম।

উন্মুক্ত আলোচনায় শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কিত অনেক ইস্যু চিহ্নিত হয় যার মধ্যে রয়েছে মালিক শিল্প সম্পর্ক, গর্ভধারন ও মাতৃত্বকালীন ছুটি, ওয়াটার এন্ড স্যানিটেশন, ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা, বিদ্যমান আইনের প্রয়োগ, ন্যুনতম মজুরী, ওভারটাইম প্রদান, শ্রমিকদের বাসস্থান ও থাকার পরিবেশের উন্নয়ন, শতভাগ শিল্প ইউনিটগুলোতে কমপ্লাইয়ান্স নিশ্চিতকরন,আন্তর্জাতিক ক্রেতাদের সাথে দরকষাকষি এবং কমপ্লায়ান্স ইস্যুতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা অন্যতম।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫২

চাঁদগাজী বলেছেন:

" সিটি মেয়র জনাব আলহাজ্ব আ.জ.ম নাসির উদ্দিন বলেন"

কি বললেন, ভুমিদস্যু আলহাজ্ব আ.জ.ম নাসির উদ্দিন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.