নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্পতে তুষ্ট, স্রষ্টার প্রেমের মুগ্ধতায় অবনত শির, সাধারণ জীবন যাপনে আস্থাশীল একজন মানুষ।

আল-ইকরাম

একজন সাধারণ মানুষ

আল-ইকরাম › বিস্তারিত পোস্টঃ

দু’টি কবিতা

১৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৩২

১। আমি তো নয় গো ছেলে বাজে!

আমি তো নয় গো ছেলে বাজে,
সুযোগ পেলে আমিও পারি,
লাগতে যে দেশের কাজে।

আমি একটু বোকা সোকা,
শপথ করে বলতে পারি,
দেইনা কভু কাউরে ধোকা।

চতুর? সে তো ধুরন্ধর!
হীন স্বার্থে খারাপ কাজে,
লেগে যে থাকে সবার আগে।
ভাল কাজে সে তো মরে লাজে,
ছোট লোকের মতো যে বলে,
দেশের কাজ? তা আজে বাজে!
মহৎ কাজের আগে পিছে,
পাবে না যে তারে কোনো কালে!
যদি তারে কেউ ধরে আনে,
সব সময় সে ভেবে মরে,
পালানোর পথ পাবে কবে?

বোকা? সে তো সত্যিই সাদা!
নেই তো তাতে কোনো কাদা!
তা না হলে কি সহজ কথা?
দেশের কাজে গো আগে লাগা ?

দেশের কাজ? সে তো নয়কো,
শুধু যুদ্ধ আর পাহারাতে!
খুঁজলে তুমিও দেখতে পাবে,
দেশের মাঝেই আছে গো কতো,
গুরুত্বপূর্ণ কাজ যে যতো;
হোক না সমাজ কিংবা গ্রাম গঠন,
এটাই যে তোমার প্রকৃত পঠন।

আমি মরমে মরি,
শরমে চোখ বুঝি,
দেখতে পেয়ে হাজারে হাজারে,
শিক্ষিত সব বেকার ছেলে,
একটি মাত্র চাকরির জন্যে,
কেমন করে হন্যে হয়ে ঘোরে!
তাদের নেইকো কোনো বড় বাসনা,
চাকরি পাওয়াটাই মূল সাধনা;
হোক তা সরকারী,
কিবা বেসরকারী!
চাই যে কেবল বেতনের নিশ্চি,
তবেই যে ঘরে শান্তির স্থিতি।
কেউবা তোয়াক্কা করে না বেতনের,
চাওয়া যে তাদের একটু সুযোগের,
হোক নারে বাবা! তা স্বেচ্ছা শ্রমের,
কিবা যে কোনো কাজের প্রশিক্ষণের!
যদিও কেউবা পায় এ সুযোগ,
তাতেও যে রয়েছে নানা দুর্ভোগ!

আমি তো নয় গো ছেলে বাজে,
সাজবো আজ নতুন সাজে;
মরবো না যতো হিংসুটে
আর নিন্দুকের দেয়া লাজে।
দেখিয়ে দেবো তাক লাগিয়ে,
লাগতে হয় কেমন করে,
সত্যিকারের দেশের কাজে!
শিখিয়ে দেব সবার আগে,
কেমন করে হয় ধরতে,
সব দুর্নীতির হাত চেপে!
বাছতে হয় কেমন করে,
কেমন করে হয় মারতে!
হায়েনা ও দানবের গলা টিপে!
এরা তো নয়কো পশু,
নয়কো এরা মানুষ,
মানুষ রূপী এরাই
ভয়ংকর অমানুষ।
আসলেই যে এরা জাতিতে এক আজব,
পড়ুক এদের মাথায় খোদা’র গজব।
এরা করছে যে গ্রাস দেশ, সমাজ জাতি,
কেমনে যে হচ্ছে এরাই সমাজ পতি!

দেশকে আগে বাঁচাতে হলে,
সঠিকভাবে গড়তে হলে,
এদের সমূলে মারতে হলে,
উঠে পড়ে সবে লাগতে হবে,
তাড়াহুড়ো আর নয়রে বাবা!
নয়কো কোনো ছোবল থাবা,
প্রয়োজন যে শুধু ধৈর্য্য ধরা;
সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়া,
এরও সাথে নানা ছলা কলা,
তবেই যে জমে উঠবে খেলা!

আরও তো আছে সমাজে যতো,
পোকা-মাকড় ও কীটের বংশ;
সময় মতো যে দেশ গঠনে,
করতে হবে সমূলে ধ্বংস।
তবেই যে বাঁচবে দেশ, জাগবে দেশ,
লাল সবুজের পতাকা উড়বে বেশ,
পিয়াসী ভূমি, মাতৃভূমি বাংলাদেশ!

আমি তো নয় গো ছেলে বাজে,
সুযোগ পেলে আমিও পারি,
লাগতে যে দেশের কাজে।

২ .আমার বাংলাদেশ।

দেশ, দেশ আর দেশ
আমার বাংলাদেশ,
রুপের নাইকো শেষ,
আহা বেশ, বেশ, বেশ।
এদেশের নীলাকাশে,
পাখী ওড়ে অনায়াসে।
নানা ফুলের সুবাসে,
নানা ফলের আস্বাদে,
মাটির গন্ধে,
বৃষ্টির ছন্দে,
মন ভরে যায় বেশ
আহা বেশ, বেশ, বেশ।

ছয়টি কালের সমারহে,
বৈচিত্র্যের নানা ব্যবহারে,
মুগ্ধ হয়েছি বেশ,
আহা বেশ, বেশ, বেশ।

স্বাধীনতার চেতনায়,
গনতন্ত্রের চর্চায়,
দেশ উঠছে জেগে বেশ,
আহা বেশ, বেশ, বেশ।

দেশ, দেশ আর দেশ
আমার বাংলাদেশ,
রুপের নাইকো শেষ,
আহা বেশ, বেশ, বেশ।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ ভোর ৬:২১

ইসিয়াক বলেছেন: হ্যাপি ব্লগিং।
সামুতে আপনার পথচলা দীর্ঘ হোক।
শুভকামনা জানবেন।

০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০১

আল-ইকরাম বলেছেন: ইসিয়াক আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আপনার আশির্বাদ ও শুভ কামনা আমাকে আরও ভাল কিছু লিখতে উৎসাহিত করবে।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫০

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন,
আমার ব্লগ ঘুরে আসার জন্য ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

আল-ইকরাম বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই নূর হোসেন আপনাকে। কষ্ট করে আমার লেখা পড়ার জন্য আমি কৃতজ্ঞ। শুভ কামনা রইল।

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৯

সানি মজুমদার বলেছেন: বোক? সেতো সত্যিই সাদা!
নেই তো তাতে কোন কাদা!
-- লাইন দুটো ভিশন মনে ধরল। চমৎকার আপনার লেখনী আর ছন্দের চলন।
শুভ কামনা।

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৮

আল-ইকরাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ সানি আপনাকে। আপনার মন্তব্য আমাক আরও ভাল লেখায় প্রেরণা যোগাবে। শুভ কামনা রইল।

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০০

সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে আপনার কবিতা, শুভ কামনা রইল ।

২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৪

আল-ইকরাম বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ। আপনার মন্তব্য আমাকে লেখায় ‍উদ্বুদ্ধ করবে। শুভ কামনা রইল।

৫| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


ইহা কি কবিতা? ইহা লিখতে কতদিন সময় লেগেছে আপনার?

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

আল-ইকরাম বলেছেন: ইহা কবিতা কিনা তাহা আপনাদের বিচার্য বিষয়। তবে এতটুকুই বলিব ভাই আপনারে, শুধু ইহাই নয় ইহার মতো আরো কিছু আমি লিখিয়াছি যাহা আমার মন বিষন্ন হইলে বিশেষ ঔষধ হিসাব কাজ কবিয়া থাকে। আশা করি তাহা একের পর এক ব্লগে উপস্থাপন করিব। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রাপ্য হইলেও তাহা দিয়া আপনারে ছোট করিব না। আপনার জন্য মোবারকবাদ এবং শুভ কামনা রইল।

৬| ১৯ শে মে, ২০২০ রাত ৩:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



হ্যাপি ব্লগিং। স্বাগতম।

১৯ শে মে, ২০২০ দুপুর ২:২৭

আল-ইকরাম বলেছেন: মোবারকবাদ আপনাকে। ভাল থাকুন।

৭| ১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৩

ইসিয়াক বলেছেন:

৮| ১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৩

ইসিয়াক বলেছেন: Click This Link

৯| ১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৪

ইসিয়াক বলেছেন: Click This Link

১০| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৯

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার আগমনকে বিলম্বিত সুস্বাগতম জানাচ্ছি। শুভ ও নিরাপদ হোক আপনার ব্লগযাত্রা!

দেশের ঠিক কোন কাজটিতে আপনি নিজেকে লাগাতে চাচ্ছেন? প্রথম কবিতাটার ৩৯তম লাইনে আপনি একটি শব্দ ব্যবহার করেছেন- নিশ্চি। এ শব্দটার মানে কোন অভিধানে খুঁজে পাওয়া যাবে? আমি এখনো পাই নাই।

আরও লিখুন। এক পোস্টে একটি কবিতাই যথেষ্ট।

১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৭

আল-ইকরাম বলেছেন: আপনাকে স্বাগত জানাই আমার ব্লগে। মনোযোগ সহকারে আমার লেখনি পড়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা রইল। প্রথম কবিতার ৩৯ তম লাইনে ’নিশ্চি’ না হয়ে ’নিশ্চিতি’ হবে। ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। দেশের জন্য কাজ করতে হলে আগে দেশের প্রতি মমত্ববোধ থাকা জরুরী। সম্প্রতি আমার মধ্যে এই বোধের উন্মেষ ঘটেছে বলে মনে হয়। আর এরই বহিঃপ্রকাশ আমার এই লেখনী। ইনশা আল্লাহ্ সময় মতো এর সঠিক প্রয়োগ নিশ্চিত হবে। আমার লেখা চলমান রয়েছে। কয়েকটি নতুন লেখা শেষ করেছি। অল্প দিনের মধ্যেই ব্লগে প্রকাশ করবো। দোয়া করবেন যেন মান সম্মত লেখা আপনাদের উপহার দিতে পারি। ভাল থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.