নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্পতে তুষ্ট, স্রষ্টার প্রেমের মুগ্ধতায় অবনত শির, সাধারণ জীবন যাপনে আস্থাশীল একজন মানুষ।

আল-ইকরাম

একজন সাধারণ মানুষ

আল-ইকরাম › বিস্তারিত পোস্টঃ

নিরীক্ষা বনাম ভালবাসা

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৩:৩০




প্রিয়া, প্রিয়তমা, প্রেয়সী, মানসী,
কতো নামেই তারে করো ডাকাডাকি!
এতো ডাকাডাকিতে লাভ কী বলো?
ভাল যদি তোমায় নাইবা বাসি?

মানসী তোমার নয়নের মণি,
দিয়েছো তারে প্রেমাঞ্জলী,
করেছো তারে আজীবন ঋণী।
করেছো কি কোনো খোঁজাখুঁজি?
তার হৃদয়ে তুমি কতোখানি?
ভাল কি বাসে তোমায় হৃদয় থেকে?
নাকি ভালবাসার জন্য ভালবাসে?
নতুবা নিত্য প্রয়োজনের খাতিরে?

করে যায় শুধু ভালবাসার মিছে খেলা,
ফুরিয়ে যায় তোমার সুদিনের বেলা;
হায় আফসোস! হে বন্ধু! হে ভায়া!
আজও কাটেনি তোমার ঘোরের খেলা!

ভাল যে বাসে তোমায় সত্যিকারে,
প্রিয়! বুঝবে তা তুমি কিরূপে?
কখনো কি করেছো নিরীক্ষা তারে?
অবহেলা আর অবজ্ঞায় রেখে?
কখনো কি জর্জরিত করেছো তারে?
চরম আঘাত কিংবা যন্ত্রণাতে?
এতো সবের পরেও কি সে
ফিরে আসে তোমার দ্বারে?

বলে কি সে অশ্রু সিক্ত নয়নে?
যা কিছু করেছো ভালই করেছো,
হে প্রিয়! তোমার তরে,
নিয়েছি সবই সয়ে;

জান না প্রিয় তুমি,
জানি গো আমি জানি
ভাল যে আমি বাসি
তোমারে কতোখানি!
তোমার তরেতে দিতে যে পারি,
মোর এ সাধের জীবন খানি।
পরীক্ষা চাও? দিবো এক্ষুণি!
যেভাবে ইচ্ছে চাও গো তুমি!

এমন ভালবাসা যে জন পায়,
তার যে কোনো সুখের শেষ নাই!
নাইবা হল সে কোনো শাহ্জাদা,
ভালবাসায় সে তো মহারাজা!

তার প্রতিদিনের জীবন চাকা,
তরুর চেয়েও যে তরতাজা!
যে জন করে না কদর এই ভালবাসার,
কে বা আছে হতভাগা তার মতো আর?
তাই বলিরে পাগল!
হসনে আর ছাগল!
যদি দেখা পাস এই ভালবাসার!
জীবনে আর কী আছে চাওয়ার?

ফিরিয়ে দিস না কভূ তারে!
ধরে রাখ তারে শক্ত করে,
হেলা ফেলা নয়রে হতভাগা!
মন দিয়ে শোন মোর কথা।

ধরে রাখ তারে শক্ত করে
জীবনের সবটুকু চাওয়াতে,
বেঁধে রাখ তারে আষ্টেপৃষ্ঠে
শরীরের সবটুকু শক্তিতে;
সঞ্চিত কর তারে অতি গোপনে,
হৃদয় দিয়ে, হৃদয়ের গভীরে;
তোর জীবনের সবটুকু ভাললাগা,
আর দিয়ে যে সবটুকু ভালবাসা।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ রাত ২:২০

অনিক মাহফুজ বলেছেন: বাহ! বেশ

০৮ ই মে, ২০২০ রাত ১১:৪০

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ ভাই অনিক মাহফুজ। অগনিত শুভেচ্ছা রইল।

২| ১৪ ই মে, ২০২০ দুপুর ২:৩৩

সানি মজুমদার বলেছেন: ভাল লাগলো। বিশেষ করে শেষের কটা লাইন-
তাই বলিরে পাগল !
হসনে আর ছাগল !
যদি দেখা পাস এই ভালবাসার !
জীবনে আর কি আছে চাওয়ার ?

--শুভ কামনা।

১৪ ই মে, ২০২০ বিকাল ৩:৪১

আল-ইকরাম বলেছেন: বলেছেন: ধন্যবাদ ভাই সানি। আসলে শ্রতা না থাকলে বক্তার বক্তব্য যেমন নিরর্থক, তেমনি পাঠক না থাকলে লেখকের লেখার কোনো মূল্যই থাকে না। কেননা আর যাই হোক, গঠনমূলক সমালোচনা ছাড়া লেখায় উন্নতি সাধন করা খুব কঠিন। শুভ কামনা অগনিত।

৩| ১৬ ই মে, ২০২০ সকাল ১১:০৩

ইসিয়াক বলেছেন: বেশ ভালো লাগলো। সময় করে অন্য কবিতাগুলো পড়বো এবং মন্তব্য করবো।
লিখতে থাকুন। পাশে আছি। শুভকামনা।

১৬ ই মে, ২০২০ রাত ১১:৩৯

আল-ইকরাম বলেছেন: ইসিয়াক ভাই আপনাকে মোবারকবাদ। আসলে পাঠক না থাকলে লেখকের লেখা কোন্ পথে চলেছে তা লেখক বলতে পারে না। পাশে থাকার আশ্বাস ও বাকী কবিতাগুলো পড়ার ইচ্ছা পোষণ করায় আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা অগনিত।

৪| ২৩ শে মে, ২০২০ বিকাল ৩:১৮

মীর আবুল আল হাসিব বলেছেন: বড় কবিতা লিখতে গেলে লেখকের মধ্যে আলাদা কিছু থাকা লাগে।

দারুন সব কবিতা আপনার।

২৪ শে মে, ২০২০ রাত ১১:০৮

আল-ইকরাম বলেছেন: ঈদ মোবারক ! ধন্যবাদ ভাই আপনাকে। আমি ভাল কিছু লিখতে পারি না। কেননা কিছু লিখতে গেলে প্রচুর পড়তে হয়। চেষ্টায় আছি। আমার লেখনী কষ্ট করে পড়া ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৫| ২৪ শে মে, ২০২০ রাত ২:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইকরাম ভাই
বেশ লম্বা চওড়া কবিতা।
মন্দ নয় তবে কোন ধারায়
এটি লিখিত তা বুঝতে পারছিনা।

প্রথমে ৪ পংক্তি পরে আট, তার পরে
আবারও চার। ভাবলাম এভাবেই এগুবে।
কিন্তু না !!! পরে খেই হারিয়ে ফেললাম !!

২৪ শে মে, ২০২০ রাত ১১:০২

আল-ইকরাম বলেছেন: ঈদ মোবারক ! ধন্যবাদ নূরু ভাই। গঠনমূলক মন্তব্যের জন্য। কবিতা, ছড়া এগুলোতে পংক্তি’র খেই রাখা জরুরী। আমি এদিকে বিশেষ নজর দিব। মনোযোগী পাঠক ও গঠনমূলক সমালোচক উভয়ের হৃর্দিক পরামর্শে একটি উন্নত সাহিত্যে সৃষ্টি হয়। প্রত্যাশা ভবিষ্যতে এভাবে পাশে থেকে উৎসাহিত করবেন। শুভেচ্ছা অগনিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.