![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ
তোমার নয়নে নয়ন রাখলে হই বিমূর্ত,
তোমার নয়নাভিরাম হাসিতে হই অবিভূত,
তোমার হাতের মানানসই কাঁচের চুড়ি,
কেড়েছে মোর হৃদয়ের অনেকখানি,
ক্ষণে, ক্ষণে তা করে ওঠে রিনিঝিনি,
এতো সাধারণ কোনো শব্দ নয়,
যেনো মন বীণার কোনো গান শুনি।
তোমার চোখের কাজল, নাকের গড়ন,
খোঁপার ফুল, কানের দুল,
গলার মালা, হাতের বালা,
শাড়ির রং, পায়ের মল,
নির্বাক করে আমায়,
তাই ধরলে তোমার হাত দু’টি
ধরা যে হয় গো সবই।
ওগো তুমি কোন্ বাড়ির কন্যা?
তোমার কোন্ গাঁয়ে বাস?
একটু খানি দেখো মেয়ে,
এই হৃদয়ে শুধু তোমার বসবাস!
বলবো কথা তোমার সাথে,
নিরিবিলি, নিঝুম কোনো খাানে,
ভোর কিংবা গোধূলীতে!
মিষ্টি আলোর পরশ মেখে,
শুধু দেখবো দু’জন দু’জনাকে,
মনের মাধুরীতে, অপলক নয়নে,
ওগো তুমি কোন্ বাড়ীর কন্যা?
তোমার কোন্ গাঁয়ে বাস?
হও না গো কেন তুমি,
এ হৃদয়ের একটু খানি শ্বাস?
মিনতি তোমার কাছে এই,
মিথ্যে বলার তো কিছু নেই;
যেখানেই যাও গো যতো দূরে,
নিও গো মোরে আজীবনের তরে;
তোমার একমাত্র বন্ধু করে,
তোমার ঘাটেই যে ভিড়িয়েছি,
মোর সাধের এ জীবন তরী।
এতো সবের কারণ কি যে?
জান না তো বুঝি প্রিয়ে!
তোমার তরে রেখেছি,
হ্যাঁ গো ! স্বযত্নে রেখেছি,
মোর জীবনের সবটুকু রংতুলি;
তাই তো তুমি, ওগো তুমিই,
মোর স্বপ্নের পূণ্যবতী সতী।
২৫ শে মে, ২০২০ রাত ৯:৪১
আল-ইকরাম বলেছেন: মীর আবুল আল হাসিব ভাই অসংখ্য কৃতজ্ঞতা আপনার প্রতি। কিছু দিন হলো আমার কিছু লেখা আমি পোস্ট করা শুরু করেছি প্রথম বারের মতো। আমি চাই পাঠক আমার লেখার গঠনমূলক সমালোচনা করে আমাকে আরও ভাল লিখতে সহায়তা করুন। লেখায় যেকোন ভুল ধরা পড়লে এবং তা জানালে আমি উপকৃত হবো। ভাল থাকুন। নিরাপদে থাকুন।
২| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৪২
ভ্রমরের ডানা বলেছেন: লেখাটি পুরোনো ধাচে লেখা হলেও আভিজাত্যপূর্ণ! ভাল লেগেছে বেশ!
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৫৩
আল-ইকরাম বলেছেন: মোবারকবাদ আপনাকে। লেখনীটি পড়ে মন্তব্য করায় অনেক কৃতজ্ঞতা। ভাল থাকুন। নিরাপদে থাকুন।
৩| ২৬ শে মে, ২০২০ রাত ৮:৫৭
কাওসার চৌধুরী বলেছেন:
ভালো লাগলো। +++
২৬ শে মে, ২০২০ রাত ১০:১৯
আল-ইকরাম বলেছেন: কৃতজ্ঞতা জনাব। প্রত্যাশা ভবিষ্যতে এভাবে পাশে থাকবেন। ভাল থাকুন। নিরাপদে থাকুন।
৪| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৪৫
আলোকরশ্মি22 বলেছেন: তোমার নয়নে নয়ন রাখলে হই বিমূর্ত,
তোমার নয়নাভিরাম হাসিতে হই অবিভূত,
তোমার হাতের মানানসই কাঁচের চুড়ি,
কেড়েছে মোর হৃদয়ের অনেকখানি,
ক্ষণে, ক্ষণে তা করে ওঠে রিনিঝিনি,
এতো সাধারণ কোনো শব্দ নয়,
যেনো মন বীণার কোনো গান শুনি। অনেক ভালো লাগে , অফুরন্ত শুভকামনা রইল কবি
২৭ শে মে, ২০২০ রাত ১০:২৫
আল-ইকরাম বলেছেন: মোবারকবাদ আপনাকে। লেখাটি পড়ে মন্তব্য করায় অনেক কৃতজ্ঞতা। প্রত্যাশা ভবিষ্যতে আমার লেখার গঠনমূলক সমালোচনা করবেন এবং পাশে থাকবেন। শুভেচ্ছা অগনিত।
৫| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৫৫
আলোকরশ্মি22 বলেছেন: তোমার নয়নে নয়ন রাখলে হই বিমূর্ত,
তোমার নয়নাভিরাম হাসিতে হই অবিভূত,
তোমার হাতের মানানসই কাঁচের চুড়ি,
কেড়েছে মোর হৃদয়ের অনেকখানি,
ক্ষণে, ক্ষণে তা করে ওঠে রিনিঝিনি,
এতো সাধারণ কোনো শব্দ নয়,
যেনো মন বীণার কোনো গান শুনি। অনেক ভালো লাগে , অফুরন্ত শুভকামনা রইল কবি
৬| ০৭ ই জুন, ২০২০ ভোর ৫:৪৭
চোখেরপর্দা বলেছেন: ভালো লিখেছেন ভাই।তবে কেমন একটু বেশি বড় হয়ে গেল
০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৯:২৮
আল-ইকরাম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন, সুস্হ্য থাকুন
৭| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো লিখতে থাকুন।শুভকামনা।
১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২২
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভ কামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২০ রাত ৮:০৬
মীর আবুল আল হাসিব বলেছেন: আপনার কবিতা বলেই বলছি--- “একটু দ্রুত শেষ হয়ে গেল যেন”
আপনার সব কবিতা উপভোগ্য!!!