![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ
হে কবি!
তুমি কি শুধুই কবি?
নাকি পটে আঁকা কোনো ছবি?
তুমি কি আষাঢ়ে মুষল ধারার বারি?
নাকি কালো মেঘের আড়ালে জ্বলে ওঠা রবি?
তুমি কি দূর্যগময় রাতে গগনের বজ্রধ্বনি?
নাকি ক্ষণিকের তরে বিদ্যুৎ ঝলকানি?
তুমি কি নর্দমায় পড়ে থাকা মানব শিশুর হাসি?
নাকি তীব্র যন্ত্রণায় বেঁচে থাকা মানুষের প্রতিচ্ছবি?
হে কবি!
দেখেছি তোমার অনেক ছবি,
তাতে তো তোমাকে বুঝি নি,
চিনতেও তোমাকে পারিনি;
যা কিছু বুঝা আর চেনা যায়,
শুধু তোমার ছড়া আর কবিতায়।
এ সবেতে যা কিছু তুমি আঁক,
তা কি নিজের ভিতর লালন করো?
নাকি নিছক লেখার জন্য লেখো?
হে কবি!
নিও না গো সামান্য ব্যথা,
পেয়ো না গো দুঃখ এক কনা,
কেঁদো না আর এক ফোঁটা
করো না গো শোক গাঁথা,
তোমাকে ছোট করা
নয় গো মোর বাসনা,
বড় তুমি, বড় তোমার কাজ,
কিভাবে তা অস্বীকার করি আজ?
হে কবি!
তবু বলি,
কবি হলেও তুমি
আগে মানুষ জপি;
পরে না হয় কবি!
জানি, চিনি এমন অনেক জন,
জ্ঞানী, গুণীও তাদের ক’জন,
আছে তো তাদের অনেক ধন,
আছে কি তাদের বড় কোনো মন?
হে কবি!
তোমার তরে মিনতি এটাই,
করো না কভু জ্ঞানের বড়াই,
জ্ঞানের আগে মন বড় চাই;
বড় মন ছাড়া জ্ঞান কি মানায়?
জ্ঞানে তে বড় আছে বহুজন,
মনে তে বড় আছে গো ক’জন?
ছোট মন ছোট জন,
বড় মন মহাজন।
হে কবি!
তোমারেই বলি,
করে কান খালি,
মন দিয়ে শুনি,
অন্যেরে যেন মানি,
নিজেরে তো জানি!
সত্য কবি হবো আজি,
যদি জীবের পাশে থাকি,
তার মর্ম বেদন বুঝি!
হে কবি!
কিছু কথা শেষে বলি,
হয়ো না গো নিছক কবি,
বা পটে আঁকা কেনো ছবি!
হয়ে ওঠো মোদের প্রেরণার রবি,
দূর্যগময় রাত মোরা দিব পাড়ি,
ন্যায়ের সে রথে চড়ে,
যে রথের আগে পিছে
তুমি ছাড়া নেই কোনো সারথী।
০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৬
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ আপু। আমার ব্লগে স্বাগতম। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
২| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৩
এম ডি মুসা বলেছেন: বিশেষ শুভেচ্ছা কবিতার জন্য
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২০
আল-ইকরাম বলেছেন: আমার ব্লগে এসে কবিতা পড়ার জন্য কৃতজ্ঞতা।
৩| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা।
১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৫
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখে গেলাম
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৬
আল-ইকরাম বলেছেন: অনেক ধন্যবাদ বাবু ভাই। আমার নিজের নাম ডাক নামও বাবু্। ব্লগে এসে পড়ার জন্য কৃতজ্ঞতা। শীঘ্রই আমার পরবর্তী লেখা পোস্ট করবো ইনশা-আল্লাহ্।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০২
শায়মা বলেছেন: কবি তো শুধুই কবি নহে হে ভাইয়া।
কবি একজন প্রেমিক, একজন পিতা, একজন ভাই কিংবা বন্ধু সবার উপরে ভাবনা বিলাসী ভাবনা ছড়িয়ে দেওয়ার কারিগর।