![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ
আমার মনের সকল কালিমা,
হৃদয়ের যতো কামনা, বাসনা,
কলিজার যতো বেদনা, যাতনা,
নয়নের মাঝে যতো অশ্রুমালা,
মুছিয়ে দাও, সরিয়ে দাও প্রভু!
তোমা তরে মোর প্রার্থনাই একুটু,
এ পীড়া যেন আর পাই না গো কভু!
তব কৃপায় কাটুক বাকী জীবন টুকু।
মর্মের যতো রোদন, অনুতাপ,
ঝড়িয়ে মোরে করো নিষ্পাপ;
দূর করো মোর যতো রাগ-অভিমান,
তুমিই তো সর্বোচ্চ দাতা হে মহান!
ক্ষমা করো মোর সকল অনাচার,
মার্জনা করো হে আল্লাহ্ সুমহান।
তব ভান্ডারে মোর যতো পাপ জমা,
করে দাও প্রভু তার সকলই ক্ষমা।
তুমি ছাড়া আর আছে কোন জনা?
করতে যে পারে মোর পাপ মার্জনা?
দূর করো মনের সকল আঁধার,
হৃদয়েতে মোর ব্যাথার পাথার;
কী অসহ্য যে তার বেদনা ভার!
তুমিই তো জান তার কী আকার?
মোর অগণিত ভুলেরও বিষে,
জ্বলছি যে আমি আষ্টে-পৃষ্ঠে;
কিছু তার অন্তরে, কিছু যে বাইরে!
দংশিছে তা মোরে প্রতিটি ক্ষণে,
সহে না গো প্রভু এ যাতনা বিষে,
ক্ষমা করো মোরে তব আশিষে।
দুঃখ, যাতনা দাও যতোটুকু,
তাতে ত্যক্ত যেন না হই কভু;
যতোদিন আছে মোর এ শ্বাসটুকু,
ততোদিন ভরে এ অধম নতজানু।
তুমি দয়াময়, দয়ার সাগর,
চাই গো দয়া এ অধম পাগল।
দয়া করো, ক্ষমা করো হে মালিক-মেহেরবান,
আজীব যেন গেয়ে যাই তোমারই গুণগান।
সারাতে চাই আমি লাখো আহতের ক্ষত,
মুছাতে চাই নয়নের জল, আছে দুঃখী যতো।
দান করো প্রভু, করো মোরে ক্ষমতাবান,
তোমারই তরে মোর এ ফরিয়াদ, আহ্বান।
তব দরবারে মোর এ আরজি খানা,
কবুল করো গো হে মালিক-মাওলা।
রহম করো গো প্রভু মোর তরে,
তোমা হতে কভু যায় না’ক সরে।
তোমারই তরে দিতে যেন পারি,
হৃদয়েতে আছে যা’ই কিছু দামী।
নিজের তরে এতোটুকু না রাখি,
নিঃসঙ্কোচে দিতে তার সবই!
দাও না গো প্রভু মোরে এ সুযোগখানি,
তব প্রেমে করো মোরে আজীবন ঋণী।
তব আসনই তো সুউচ্চ হে মহিয়ান,
এই যেন হয় মোর বিবেকের জ্ঞান।
তব তরেই হোক মোর এ দেহ-মন কুরবান,
যতোদিন দিয়েছো আয়ু হে রহিম-রহমান।
গ্রহণ করো গো প্রভু মোর এ প্রেমাঞ্জলী!
শুভু তোমারেই যে সত্য প্রভু বলে মানি।
১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:১৮
আল-ইকরাম বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই আমার ব্লগে এসে পড়ার জন্য। সুস্থ থাকুন। ভাল থাকুন।
২| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:২৯
ইসিয়াক বলেছেন:
প্রার্থনা কবুল হোক।
ভালো লিখেছেন।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪৪
আল-ইকরাম বলেছেন: ইসিয়াক ভাই অনেক কৃতজ্ঞতা। আমার ব্লগে এসে পড়ার নিমন্ত্রণ সব সময়ই রইল। ভাল থাকুন। নিরাপদ থাকুন।
৩| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রার্থনা স্রষ্টা যেন কবুল করেন। সুন্দর লেখা ।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪১
আল-ইকরাম বলেছেন: অসংখ্য কৃতজ্ঞতা ব্লগে এসে পড়ার জন্য। ভাল থাকুন। নিরাপদে থাকুন।
৪| ১৭ ই জুলাই, ২০২১ রাত ৮:১৬
হাবিব বলেছেন: দারুণ লিখেছেন কবি ভাই। পোস্টে প্লাস।
১৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৪২
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই। ব্লগে এসে পড়ার জন্য। আপনার তরে শুধু এতোটুকু বলে যায়, আমি কবি নই; সুন্দর, প্রানোজ্জ্বল, কোনো কবিতা হতে চাই। শুভেচ্ছা নিরন্তর।
৫| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন !! স্বাশ্বত প্রার্থনা
কবুল হোক মহান আাল্লাহর দরবারে।
আপনাকে ধন্যবাদ কবি
১৭ ই জুলাই, ২০২১ রাত ১১:০৬
আল-ইকরাম বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। সময় করে ব্লগে এসে পড়ার জন্য। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিন