নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্পতে তুষ্ট, স্রষ্টার প্রেমের মুগ্ধতায় অবনত শির, সাধারণ জীবন যাপনে আস্থাশীল একজন মানুষ।

আল-ইকরাম

একজন সাধারণ মানুষ

আল-ইকরাম › বিস্তারিত পোস্টঃ

কিভাবে বুঝাই?

১৯ শে জুলাই, ২০২১ রাত ১০:১৩



মোর প্রিয়া, প্রিয়তমা, প্রাণপাখি,
ওরে মোর মানসী, মোর প্রয়য়িণী!
তোরে আমি কিভাবে বলি, বুঝাই?
এতোদিন কেন তোর খোঁজ রাখি নাই?

জানি রে আমি জানি, প্রিয়া!
হাজার বার বলিলেও বুঝিবে না,
তোর ভঙ্গুর হৃদয়খানা।
কারণ? আমারই কারণে,
তোর ঐ সুন্দর নয়ন যুগল দিয়া,
হাজারও অশ্রু ঝড়িয়াছে;
সহ্য করিতে হইয়াছে,
নানা লাঞ্ছনা, গঞ্জনা!
বিধায় বলিলাম নাই বা,
মোর অপারগতার কথা।

তবু সব সত্যের সহিত হে,
এই সত্য না বলিলেই নয় যে,
একটি ছবিই মোর হৃদয় পটে,
প্রতিফলিত হয় যে ক্ষণে, ক্ষণে।

চঞ্চলা, দুষ্টু বুদ্ধির, মিষ্টির হাসির,
এক সরলা, দুঃখী কিশোরীর।
যাহার নিজ প্রেমিকের প্রতি,
প্রেম-ভালবাসা, ভক্তি ছিল অতি;
যাহার হাসিতে ছিল আমার পাগল পানা,
কারণে, অকারণে যে কিনা,
মনের মানুষের সহিত ‍দুষ্টুমি করিয়া,
পরম তৃপ্ত হইত ছুটিয়া, ছুটিয়া।
সে যে আর কেহই নয়, হে প্রিয়া!
তুই, তুই, তুই’ই মোর হিয়া।

মোর প্রিয়া, প্রিয়তমা, প্রাণপাখি,
ওরে মোর হিয়া, মোর তপস্বিনী!
তোরে আমি কিভাবে বলি, বুঝাই?
এতোদিন কেন তোর খোঁজ রাখি নাই?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২১ রাত ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

২০ শে জুলাই, ২০২১ রাত ২:১১

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। পাঠের জন্য কৃতজ্ঞতা। ভাল থাকুন।

২| ২০ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: লিখতে থাকুন এবং একসময় দাড়িয়ে যাবে । সব কিছুই প্রাকটিসিং এর ব্যাপার । ভাল চেষ্টা ।

২০ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩২

আল-ইকরাম বলেছেন: কৃতজ্ঞতা ভাই। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.