নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্পতে তুষ্ট, স্রষ্টার প্রেমের মুগ্ধতায় অবনত শির, সাধারণ জীবন যাপনে আস্থাশীল একজন মানুষ।

আল-ইকরাম

একজন সাধারণ মানুষ

আল-ইকরাম › বিস্তারিত পোস্টঃ

আমি বাঁচতে চাই!

২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩২


আমি বাঁচতে চাই,
আমার চেতনায়, ভাবনায়, কল্পনায়,
আমার দৃষ্টিতে, সৃষ্টিতে, মানবতায়,
আমার লেখনীতে, আমার কবিসত্তায়।

আমি বাঁচতে চাই,
জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মাঝে,
পাওয়া না পাওয়ার অম্ল-মধুর আবেশে,
ভাললাগা আর ভালবাসার লাজে।

আমি বাঁচতে চাই,
অন্তর স্পর্শী সুরের ভূবনে,
মন বীণার তারে সৃষ্টির ছন্দে,
মর্মস্পর্শী গীতিকবিতায় দুলে।

আমি বাঁচতে চাই,
মহাসাগরের অতল স্পর্শী বালুকণা হয়ে,
আর উত্তাল ঢেউয়ের উপর ঝাঁপিয়ে পড়ে,
বিষ্ময়কর নানা অনুভূতির আনন্দ নিয়ে।

আমি বাঁচতে চাই,
কার্তিকের ভোরে, মাঠে ফসলের বীজ বুনে,
আর পৌষে মাঠ ভরা ফসলের খুশিতে
কৃষাণের আনন্দ অশ্রু হয়ে।

আমি বাঁচতে চাই,
পাড়া গাঁয়ের আঁকা বাঁকা মেঠো পথে দৌড়ে,
ছোট-বড় পুষ্কনিতে ঝাঁপিয়ে ও সাঁতার কেটে,
কিংবা ডোবা, নালায় অ-নে-ক মাছ ধরে।

আমি বাঁচতে চাই,
পল্লীর দুঃখিনী মায়ের অকৃত্রিম স্নেহের আঁচল তলে,
তার অতি সুবোধ কিংবা ভীষণ দুষ্ট ছেলে হয়ে,
অফুরন্ত স্নেহ আর মমতায় ধন্য হয়ে।

আমি বাঁচতে চাই,
চঞ্চলা কিশোরীর অতি আবেগ মথিত হাসির মাঝে,
রূপসী, ললনার পিয়াসী আখিঁর চাহনি হয়ে,
কিংবা অকাল বিধবার অব্যক্ত বুকের কাপুনি হয়ে।

আমি বাঁচতে চাই,
অবোধ কিশোরের দুরন্তপনার সাথে,
নব যুবার অসীম সাহসের মাঝে
আর পৌঢ়ের অভিজ্ঞতা লব্ধ জীবনের মাঝে,

আমি বাঁচতে চাই,
যতো বঞ্চিত, ধিকৃত, মানুষের ক্ষণিক সুখের মাঝে;
লাঞ্ছিত আর নিপীড়িত মানুষের প্রতিবাদী কন্ঠ হয়ে,
দিশেহারা পথিকের আকাঙ্ক্ষিত পথের দিশারী হয়ে।

আমি বাঁচতে চাই,
প্রভাতে অরুনোদয়ের মিষ্টি আলোর পরশে,
শীতের দুপুরে নরম গরম রোদ মেখে,
আর গোধূলীর অপরূপ সৌন্দর্যের অবলোকনে।

আমি বাঁচতে চাই,
জ্যোস্না স্নাত ভরা পূর্ণিমায় প্রিয়ার পাশে বসে
তার অপরূপ, ঘন কালো চোখে চোখ রেখে,
আর নিবিড় আলিঙ্গনের আবদ্ধতার আবেশে।

আমি বাঁচতে চাই,
দূর্যোগময় রাতে আকাশের বিদ্যুৎ ঝলকানি দেখে;
মেঘের অকসমাৎ গর্জনে কেপে কেপে উঠে,
আর ঘোর আমাব্শ্যায় অন্ধকারের অনুভূতি নিয়ে।

আমি বাঁচতে চাই,
জগৎ স্রষ্টার অসামান্য সৃষ্টির বিস্ময়ে,
তাঁর অপার ভালবাসায় সিক্ত হয়ে,
আর অশেষ কৃপার ছায়া তলে।












মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ :)

২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫২

আল-ইকরাম বলেছেন: কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ। ভাল থাকুন, নিরাপদে থাকুন।

২| ২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



অনুভবতাই মানুষের ভাবনাকে প্রসারিত করে।

২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:১৭

আল-ইকরাম বলেছেন: ভাই চাঁদগাজী আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি নিয়মিত আমার লেখাগুলো পড়েন ও মন্তব্য করেন। আপনার এই মন্তব্যটি আমাকে আরও ভাল কিছু লিখতে প্রেরণা যোগাবে। ভাল থাকুন। সুস্থ ও নিরাপদে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.