![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
জল ভর সুন্দরী কন্যা জলে দিছ ঢেউ
হাসিমুখে কউনা কথা সঙ্গে নাই মোর কেউ।
লজ্জা নাইরে নির্লজ্জ ঠাকুর লজ্জা নাইরে তোর
গলায় কলসি বাইন্ধা জলে ডুইবা মর ।
কোথায় পাব কলসি কন্যা কোথায় পাব দড়ি
তুমি হউ গহীন গাঙ আমি ডুইব্যা মরি ।।।।
২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩
আসল পাগল বলেছেন: ধন্যবাদ । তবে জেনে রাখা ভালো কবিতাংশটি মৈমনসিংহ গীতিকার মহুয়া পালার সামান্য অংশ। আবারও ধন্যবাদ আপনার লেখার জগতে আমন্ত্রণ জানানোর জন্য।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
বনমহুয়া বলেছেন: কেমন তোমার মাতা পিতা কেমন তাদের হিয়া
এত বড় ডাঙ্গর হইছাও না দিয়াছে বিয়া।'
'ভালো আমার মাতা-পিতা ভালো তাদের হিয়া,
তোমার মতো সুন্দর পাইলে আমায় দিত বিয়া।'
'চুপ থাকরে নির্লজ্জ কুমার লজ্জা নাইরে তোর,
গলেতে কলসি বাইন্ধা জলে ডুব্যা মর।'
'কোথায় পামু কলসি কন্যা কোথায় পামু দরি,
তুমি হও যমুনার জল আমি ডুব্যা মরি।
২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
আসল পাগল বলেছেন: ধন্যবাদ। মৈমনসিংহ গীতিকা আমাদের বাংলা সাহিত্যের সত্যিই এক অমূল্য সম্পদ।।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭
এম.এ.জি তালুকদার বলেছেন: ড: আশরাফ সিদ্দিকী-র লোক সাহিত্য ২য় খন্ডের বইয়ের কিছু অংশ
২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
আসল পাগল বলেছেন: জী ভাই । মৈমনসিংহ গীতিকার মহুয়া পালার অংশ।
৪| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৪
সোজোন বাদিয়া বলেছেন: ধন্যবাদ আবার স্মরণ করিয়ে দেবার জন্য।
২৯ শে জুলাই, ২০১৬ রাত ২:০৪
আসল পাগল বলেছেন: অনেকদিন পর ব্লগে আসা হল আজ। দেরিতে হলেও আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
তানজির খান বলেছেন: মজা পেলাম কবিতা পড়ে। আমার লেখায় আপনাকে নিমন্ত্রণ রইল।