![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ
ইবাদত কবুলের শর্তাবলী কি কি?
➡ইবাদত কবুল হওয়ার বাহ্যিক শর্ত হল,হালাল রূযী ও শরীর, স্থান, পোশাক পবিত্র হওয়া[১]।
আর অভ্যন্তরীন দুটি শর্ত রয়েছে। #প্রথমত :ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। আল্লাহ তা'আলা বলেন, "তারাতো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠাভাবে তাঁর ইবাদত করতে "(আল বায়্যিনা:৫)।[২]
#দ্বিতীয়ত:একমাত্র রাসূল (সাঃ)-এর পদ্ধতি মোতাবেক হতে হবে।
আল্লাহ তা'আলা বলেন, " আর রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ কর এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন তা হতে বিরত থাক(আল-হাশর:৭)।[৩]
উক্ত শর্ত দুটির কোনো একটি ছাড়া পড়লে তা ইবাদত বলে গণ্য হবে না। প্রথম শর্তে চুল পরিমাণ ব্যতিক্রম হলে ঐ ইবাদত শির্কে পরিনত হবে। অনুরূপ দ্বিতীয় শর্তে কোনো ব্যতিক্রম হলে তা বিদ'আতে পরিণত হবে।
ফুটনোট :
১.ছহীহ মুসলিম,হা/১০১৫;মিশকাত,হা/২৭৬০।
২.সূরা তাওবা :৩১;সূরা যুমার:১১,১৪;সূরা কাহ্ফ:১১০,নাসাঈ,হা/৩১৪০;সনদ ছহীহ।
৩.সূরা আহযাব:২১;ছহীহ মুসলিম, হা/১৭১৮;"মীমাংসা "অধ্যায়।
২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: প্রথম মন্তব্যকারী কি বলছেন। তা শুনুন। মানুন।
২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৩
মোঃ হৃদয় মোল্লা বলেছেন: কেন ভাই?
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
ইবাদত কবুল হয়ে গেছে, সামু মুক্ত হয়ে গেছে; ১টা পোষ্ট রেখে বাকীগুলো সরিয়ে নেন, ১ম পাতায় ১টা পোষ্ট রাখেন।