নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে প্রতিষ্ঠিত করব,মানবতার সমাজ গড়বো ইনশাআল্লাহ।

মোঃ হৃদয় মোল্লা

বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ

মোঃ হৃদয় মোল্লা › বিস্তারিত পোস্টঃ

মুসলিম পুরুষের পক্ষে আহলে কিতাব অর্থাৎ ইহুদি -খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করা যাবে কি?

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯



নিম্নোক্ত শর্তসমূহ যদি আহলে কিতাবের মেয়েদের মধ্যে থাকে তবে বিয়ে করা যাবে;

১.প্রকৃতপক্ষেই আল্লাহকে ইলাহ হিসেবে মানে।

২.নিজের ধর্ম আন্তরিকভাবে পালন করে।

৩.সন্তান-সন্তুতি পিতার অর্থাৎ মুসলিম পরিচয়ে বড় হবে।মায়ের পরিচয়ে বড় হতে পারবে না।

৪.মুসলিম পুরুষ যাতে নিজের দ্বীন ছেড়ে তার দ্বীনের দিকে অভ্যস্ত না হয়।

বিশেষ দ্রষ্টব্য : বর্তমানে অধিকাংশ ইহুদি-খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে না অর্থাৎ তারা নাস্তিক।তারা আহলে কিতাব দাবী করলেও তাদের বিয়ে করা যাবে না।উপরোক্ত শর্ত পালন করলেই কেবল বিয়ে করা যাবে।

আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, "আজ তোমাদের জন্য যাবতীয় ভাল ও পবিত্র বস্তু হালাল করা হলো আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, আর তোমাদের খাদ্য তাদের জন্য হালাল, সচ্চরিত্রা মু’মিন নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য হালাল করা হলো যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর, বিবাহের দূর্গে স্থান দানের উদ্দেশ্যে, ব্যভিচারী হিসেবে নয় এবং গোপন সঙ্গী গ্রহণকারী হিসেবে নয়। কেউ ঈমান অমান্য করলে, তার কার্যাদি নিষ্ফল হবে। আর সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।[সূরা মায়িদা,আয়াত;৫]

ইবনে আবি হাতিম (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। যে, যখন মুশরিকদেরকে বিয়ে না করার হুকুম নাযিল হয় তখন সাহাবায়ে কিরাম তা থেকে বিরত থাকেন। অতঃপর যখন আহলে কিতাবের সতী সাধ্বীদেরকে বিয়ে করার অনুমতি যুক্ত আয়াত অবতীর্ণ হয় তখন জনগণ তাদেরকে বিয়ে করেন। সাহাবীদের একটি দল এ আয়াতটিকে দলীল হিসেবে গ্রহণ করতঃ খ্রীষ্টান নারীদেরকে বিয়ে করেন এবং এটাকে কোন অপরাধমূলক কাজ মনে করেননি। তাহলে এটা যেন সূরায়ে বাকারায় নিষেধযুক্ত আয়াতের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরে অন্য আয়াত একে বিশিষ্ট করে দিয়েছেন। এটা ঐ সময় প্রযোজ্য হবে যখন মেনে নেয়া হবে যে, নিষেধযুক্ত আয়াতের মধ্যে এটাও শামিল ছিল। নচেৎ এ দুটি আয়াতের মধ্যে কোনই বৈপরীত্ব নেই। কেননা, আরও বহু আয়াতে আলে কিতাবদেরকে মুশরিকদের হতে পৃথকরূপে বর্ণনা করা হয়েছে। যেমনঃ (আরবী) (৩:২০) আয়াত দু'টিতে তাদেরকে মুশরিকদের হতে পৃথকভাবে বর্ণনা করা হয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ ভোর ৬:১৫

সুপারডুপার বলেছেন: আপনি ব্লগার "উদাসী স্বপ্ন " -র পোস্টগুলো দেখতে পারেন। আর যদি আগে পড়ে থাকেন। তবে আবার পড়া উচিত।
লিংক: সামহোয়্যার ইন ব্লগার "উদাসী স্বপ্ন "

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: যার যাকে ভালো লাগে তাকেই বিয়ে করা ভালো। এবার সে হিন্দু হোক, বা মুসলিম। ধর্মকে দূরে রেখে কেউ যদি অন্যের ধর্মের লোককে বিয়ে করে সুখী থাকে তাহলে সেটা সমস্যা নয়।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩

নীল আকাশ বলেছেন: এই সময়ে খ্রীষ্টান মেয়েদের ধর্মীয় বিশ্বাসের জন্য বিবাহ করা ঠিক হবে না।
ইয়াহূদীদের ঈশ্বর একজন। সম্ভবত এদের নিয়ে সমস্যা হবে না।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

জুন বলেছেন: মুসলমানদের জন্য শুকর, মদ হারাম কিন্ত খৃস্টানদের জন্য মনে হয় না, তাদের ধর্মগুরু পোপ থেকে শুরু করে সবাই তা গ্রহন করছে। তাহলে এইসব আহলে কিতাবধারীদের সাথে আমাদের বিয়ে কি ধর্ম সম্মত হবে?
বিষয়টি আমার নিতান্তই ব্যাক্তিগত জানার ইচ্ছা মাত্র। কোন রকম ধর্ম অবমাননার দৃষ্টিতে দেখবেন না আশাকরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.