নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় আহমেদ

Hridoy Ahmed

স্বপ্ন দেখি একদিন সিনেমা বানাবো। সিনেমাতে বাঁচবো, সিনেমাতে মরবো।

Hridoy Ahmed › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ ইতালিয়ান মুভি \'বাংলা\' - এক অন্য সংস্কৃতির গল্প

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০২





------No Spoiler------


Movie: Bangla
Direction: Phaim Bhuiyan
Cast: Phaim Bhuiyan, Carlotta Antonelli, Simone Liberati & Others
Country : Italy
Language : Italian, Bengali

Imdb : 5.6/10
Personal : 7/10





প্লট : সিনেমাটি ফাহিম নামের একজন বাংলাদেশী বংশোদ্ভুত মুসলিম ইতালীয় যুবককে নিয়ে, যার বাবা-মা বাংলাদেশী। ফাহিম তার মা, বাবা এবং বোনের সাথে রোমের একটি বাড়িতে থাকে। সে একটি জাদুঘরে কাজ করে, এবং ফ্রি সময়ে ছোটখাটো ইভেন্ট বা বিয়ের অনুষ্ঠানে তার ব্যান্ডকে সময় দেয়। একদিন তার জীবনে এশিয়া নামের এক ইতালিয়ান মেয়ে হাজির হয়।
তারপর থেকে শুরু হয় ফাহিমের বিশ্বাস এবং সংস্কৃতিকে পুনরায় বিশ্লেষণ করা, এশিয়া আর তার পরিবারের কাছে।
মুসলিম আর অন্য সংস্কৃতির পরিমন্ডলে বড় হওয়া ফাহিম কি আদৌ পারবে এক খ্রিস্টান-মর্ডান ফ্যামিলিকে ইমপ্রেস করতে?
নাকি তাকে হার মানতে হবে?


মন্তব্য : 'বাংলা' পশ্চিম ইউরোপে বসবাসরত বাঙালী মুসলিমদের সাংস্কৃতিক, ধর্মীয় এবং ব্যক্তিগত পরিচয় সংগ্রামকে সফলভাবে চিত্রিত করেছে!
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করা ফাহিম ভুইঞা সাবলীল অভিনয় করেছে একইসাথে সে এই সিনেমাটি খুবই যত্নসহকারে নির্মাণও করেছে।
সিনেমাটি গতবছর ইতালির গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে, বেস্ট ফার্স্ট ফিউচার ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছিলো।
সিনেমাতে মাঝে মধ্যে কিছু বাংলা ভাষা আর কিছু বাংলা গানও ব্যবহার করা হয়েছে যা, সিনেমাকে আরও অসাধারণ করে তুলেছে।
দেখে মনে হচ্ছিলো সিনেমাটি হইতো নির্মাতা-অভিনেতা ফাহিম ভুইঞা'র জীবন থেকে কিছুটা হলেও অনুপ্রাণিত।


কোয়ারেন্টাইনের এই সময়ে ভালো সময় কাটাতে আপনারাও দেখে নিতে পারেন এই 'বাংলা' সিনেমাটি।
আশা করি খুব ভালো সময় কাটবে।

#StayHome
#StaySafe

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.