নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় আহমেদ

Hridoy Ahmed

স্বপ্ন দেখি একদিন সিনেমা বানাবো। সিনেমাতে বাঁচবো, সিনেমাতে মরবো।

Hridoy Ahmed › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ \'১৯১৭\' প্রথম বিশ্বযুদ্ধের এক আবেগময় আখ্যান

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১১





▪▪▪▪▪▪N O S P O I L E R▪▪▪▪▪▪


Movie: 1917 (2019)
Direction: Sam Mendes
Cast: George MacKay, Dean-Charles,
Chapman, Mark Strong, Andrew Scott, Richard Madden And Others
Country : United Kingdom, United States
Language : English


Imdb : 8.4/10
Personal : 9/10




প্লট : প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, ৬ এ এপ্রিল ১৯১৭। শত্রু অঞ্চলে গভীর যুদ্ধ করার জন্য একটি আমেরিকান রেজিমেন্ট জড়ো হয়।
একটা সময় তাদের অন্য একটি রেজিমেন্ট জানতে পারে যে, শত্রু অঞ্চলে তাদের যে রেজিমেন্ট যুদ্ধটি করতে যাচ্ছে সেটি আসলে জার্মানি সেনাদের পাতা এক ফাঁদ। তখন দু'জন সৈন্যকে আদেশ দেওয়া হয় একটি বার্তা শত্রু অঞ্চল পার হয়ে সেই রেজিমেন্টে পৌঁছে দেওয়ার জন্য।
বার্তাটি না পৌঁছাতে পারলে ১৬০০ জনের সেই রেজিমেন্ট'র সবাই হয়তো মারা যাবে।
সেই বার্তা থেকেই সিনেমার নাটকীয়তার শুরু।
দুই সৈনিক কি, তাদের জীবন বাজি রেখে শত্রুদের অঞ্চল পার হয়ে বার্তাটি রেজিমেন্ট অব্দি পৌঁছাতে পারবে?




মন্তব্য : '১৯১৭' সিনেমার বিশেষণ একটি শব্দ দিয়েই দেওয়া সম্ভব সেটা হচ্ছে 'মাস্টারপিস'।
কি নেই সিনেমাতে?
ভালোবাসা, আবেগ, যুদ্ধ, মায়া, ভয়, মৃত্যু; সবকিছুই আছে এই সিনেমাতে।
কিছু কিছু দৃশ্যের নৃশংসতা দেখে যেমন ভয় পাবেন,
তেমনি কিছু দৃশ্যের ভালোবাসা, আবেগ আর মায়াতে চোখও ভিজে যাবে।
স্যাম মেন্ডেজের মেকিং দুর্দান্ত, মনে হচ্ছিলো যেন চোখের সামনে বাস্তবতা দেখছি।
লোকেশন আর প্রোডাকশন ডিজাইন দেখে মন জুড়িয়ে গেছে।
প্রধান চরিত্রে অভিনয় করা জর্জ ম্যাককে'র অভিনয় দারুণ লেগেছে, প্রত্যেকটা দৃশ্যেই জর্জ ম্যাককে দারুণ অভিনয় করে মুগ্ধ করেছে।
পার্শ্ব চরিত্রে অভিনয় করা ডিন-চার্লিস চ্যাপমেনও অসাধারণ অভিনয় করেছে।
তার সাথে সিনেমার অন্যান্য শিল্পীরাও উপভোগ্য অভিনয় করেছে।
সিনেমায় রজার ডেকিন্স'র সিনেমাটোগ্রাফি যেন এখনো চোখে লেগে আছে, এই সিনেমায় সিনেমাটোগ্রাফির জন্য
এই বছর অস্কার এবং বাফটার বেস্ট সিনেমাটোগ্রাফির অ্যাওয়ার্ডও গিয়েছে রজার ডেকিন্স'র ঝুলিতে৷
সিনেমার বিজিএম এবং অ্যাকশন আমার স্পেশালি খুবই ভালো লেগেছে।


'১৯১৭' একটি মাস্টওয়াচ মাস্টারপিস সিনেমা।
এই সিনেমাটি অবশ্যই মিস করা যাবে না।
তাই সিনেমাটি দেখে না থাকলে, তারাতারি দেখে ফেলুন।

#StayHome
#StaySafe

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.