![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ভেজাল ইত্যাদি)
আমরা অনেকদিন না খেয়ে থেকেছি। মরেছি না খেয়ে। এবার ইচ্ছায় হোক, আর অনিচ্ছায়ই হোক খাব, পেট পুরে খাব, খেয়েই যাব, আর খেতে খেতে মরতে থাকব ‘টাস টাস’-
মশককুলের কামড় খেয়ে জিকা, চিকা, ফাজিল, ইতর ইত্যাদি নামধারী অসুখ হবে। আর আমরা ভুগব, মরব কাতারে কাতারে। আগেভাগে যদি রোগের লক্ষণ ধরা পরে তাহলে আর কয়েকটা দিন বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে মশা মারার (!) ঔষধ কোম্পানির Sister Concern কোন এক হাসপাতালে ভর্তি হব, সর্বস্বান্ত হব, অবশেষে ‘টাস টাস’।
অর্থনৈতিক উন্নয়নের চোটে চাল, ডাল, আটা, লবন, মাছ, গোশত, তেল, ঘি, দুধ, দই, চিনি, মিষ্টি, চকোলেট, আইসক্রিম, কেক, শিশু খাদ্য, গুঁড়া দুধ, ফলমূল, সবজি, মসলাসহ সবকিছু চড়া মূল্যে বস্তা বস্তা কিনব। কিনে তাড়িয়ে তাড়িয়ে খাব। অনিচ্ছার কঠিন বাঁধা ছিন্ন করে গোগ্রাসে বিষাক্ত ক্যাডমিয়াম, চক পাউডার, ক্রোমিয়াম, ফরমালিন, সোডা, পারক্সাইড, বিষাক্ত ক্যামিকেল, মাত্রাতিরিক্ত সীসা, ইউরিয়া, গুঁড়া হাইড্রোজ, পোড়া মবিল ইত্যাদি খাব- দেহের প্রতিটা অঙ্গ, প্রত্যঙ্গকে জ্বালিয়ে, পুড়িয়ে, পচিয়ে দেব। রোগী হব। রোগ সারাতে ভেজালের আয়নাল কারিগরদের Sister Concern কোন এক হাসপাতালে ভর্তি হব, সর্বস্বান্ত হব। অবশেষে ‘টাস টাস’।
দেশের উন্নয়ন চিত্রটা আঁকতে গিয়ে মহারথী-মহাজনদের হাতের তুলিগুলি ছোটলোকদের ধাক্কাধাক্কিতে নড়েসরে যায়। মহা সমস্যা। ছোটলোকগুলি দেশের আয়তনের উপর এমন ঘনত্বের ভার দিয়ে রেখেছে যে, সম্ভাবনাময় মহা-উন্নয়নের দ্বার বারবার রুদ্ধ হয়ে যাচ্ছে। জনসংখ্যা না কমানোয় ইপ্সিত লক্ষ্য, যথা জনকল্যাণ, জন-উন্নয়ন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে আশার কথা হচ্ছে, গড় বা মাথাপিছু উন্নয়ন সূচক মহৎপ্রাণ লক্ষাধিক যে সকল লোকের অর্থের দাঁড়িয়ে আছে, তারা এর সমাধানে এগিয়ে এসেছেন। জনসংখ্যা কমানোর অব্যর্থ উপাদান- বিসাক্ত ক্যাডমিয়াম, চক পাউডার, ক্রোমিয়াম, ফরমালিন, সোডা, পারক্সাইড, বিষাক্ত ক্যামিকেল, মাত্রাতিরিক্ত সীসা, ইউরিয়া, গুঁড়া হাইড্রোজ, পোড়া মবিল দেদারছে খাইয়ে যাচ্ছেন দুর্মুখ, ছোটলোকের দলকে।
কোন একদিন হলিউড মুভির অ্যাকশন দৃশ্যের মত সারা বাংলার ঘরে ঘরে, মহাসড়কে, গলি ঘুপচিতে ‘টাস’ ‘টাস’ শব্দ হবে। তবে শব্দগুলি শুধু মহৎপ্রাণ সংখ্যালঘুদের কানেই বাজবে। আর আমাদের মধ্যে অতি ভাগ্যবান কিছু ছোটলোক Slow Motion এ প্রত্যক্ষ করবে মানবতার করুণ মৃত্যু-
“‘টাস’ ‘টাস’ শব্দের সাথে সাথে ছোটলোকগুলি কাটা কলাগাছের মত এলিয়ে পরতে শুরু করবে। কিছুক্ষণ হয়ত কাতরাবে, চোখ উল্টে গোঁগোঁ শব্দ করবে। তারপর, মরা পাখির মত চিত হয়ে, আসমানের দিকে তাকিয়ে থাকবে নিশ্চল, নির্বাক।”
(ভেজাল ইত্যাদি)
আমরা অনেকদিন না খেয়ে থেকেছি। মরেছি না খেয়ে। এবার ইচ্ছায় হোক, আর অনিচ্ছায়ই হোক খাব, পেট পুরে খাব, খেয়েই যাব, আর খেতে খেতে মরতে থাকব ‘টাস টাস’-
মশককুলের কামড় খেয়ে জিকা, চিকা, ফাজিল, ইতর ইত্যাদি নামধারী অসুখ হবে। আর আমরা ভুগব, মরব কাতারে কাতারে। আগেভাগে যদি রোগের লক্ষণ ধরা পরে তাহলে আর কয়েকটা দিন বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে মশা মারার (!) ঔষধ কোম্পানির Sister Concern কোন এক হাসপাতালে ভর্তি হব, সর্বস্বান্ত হব, অবশেষে ‘টাস টাস’।
অর্থনৈতিক উন্নয়নের চোটে চাল, ডাল, আটা, লবন, মাছ, গোশত, তেল, ঘি, দুধ, দই, চিনি, মিষ্টি, চকোলেট, আইসক্রিম, কেক, শিশু খাদ্য, গুঁড়া দুধ, ফলমূল, সবজি, মসলাসহ সবকিছু চড়া মূল্যে বস্তা বস্তা কিনব। কিনে তাড়িয়ে তাড়িয়ে খাব। অনিচ্ছার কঠিন বাঁধা ছিন্ন করে গোগ্রাসে বিষাক্ত ক্যাডমিয়াম, চক পাউডার, ক্রোমিয়াম, ফরমালিন, সোডা, পারক্সাইড, বিষাক্ত ক্যামিকেল, মাত্রাতিরিক্ত সীসা, ইউরিয়া, গুঁড়া হাইড্রোজ, পোড়া মবিল ইত্যাদি খাব- দেহের প্রতিটা অঙ্গ, প্রত্যঙ্গকে জ্বালিয়ে, পুড়িয়ে, পচিয়ে দেব। রোগী হব। রোগ সারাতে ভেজালের আয়নাল কারিগরদের Sister Concern কোন এক হাসপাতালে ভর্তি হব, সর্বস্বান্ত হব। অবশেষে ‘টাস টাস’।
দেশের উন্নয়ন চিত্রটা আঁকতে গিয়ে মহারথী-মহাজনদের হাতের তুলিগুলি ছোটলোকদের ধাক্কাধাক্কিতে নড়েসরে যায়। মহা সমস্যা। ছোটলোকগুলি দেশের আয়তনের উপর এমন ঘনত্বের ভার দিয়ে রেখেছে যে, সম্ভাবনাময় মহা-উন্নয়নের দ্বার বারবার রুদ্ধ হয়ে যাচ্ছে। জনসংখ্যা না কমানোয় ইপ্সিত লক্ষ্য, যথা জনকল্যাণ, জন-উন্নয়ন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে আশার কথা হচ্ছে, গড় বা মাথাপিছু উন্নয়ন সূচক মহৎপ্রাণ লক্ষাধিক যে সকল লোকের অর্থের দাঁড়িয়ে আছে, তারা এর সমাধানে এগিয়ে এসেছেন। জনসংখ্যা কমানোর অব্যর্থ উপাদান- বিসাক্ত ক্যাডমিয়াম, চক পাউডার, ক্রোমিয়াম, ফরমালিন, সোডা, পারক্সাইড, বিষাক্ত ক্যামিকেল, মাত্রাতিরিক্ত সীসা, ইউরিয়া, গুঁড়া হাইড্রোজ, পোড়া মবিল দেদারছে খাইয়ে যাচ্ছেন দুর্মুখ, ছোটলোকের দলকে।
কোন একদিন হলিউড মুভির অ্যাকশন দৃশ্যের মত সারা বাংলার ঘরে ঘরে, মহাসড়কে, গলি ঘুপচিতে ‘টাস’ ‘টাস’ শব্দ হবে। তবে শব্দগুলি শুধু মহৎপ্রাণ সংখ্যালঘুদের কানেই বাজবে। আর আমাদের মধ্যে অতি ভাগ্যবান কিছু ছোটলোক Slow Motion এ প্রত্যক্ষ করবে মানবতার করুণ মৃত্যু-
“‘টাস’ ‘টাস’ শব্দের সাথে সাথে ছোটলোকগুলি কাটা কলাগাছের মত এলিয়ে পরতে শুরু করবে। কিছুক্ষণ হয়ত কাতরাবে, চোখ উল্টে গোঁগোঁ শব্দ করবে। তারপর, মরা পাখির মত চিত হয়ে, আসমানের দিকে তাকিয়ে থাকবে নিশ্চল, নির্বাক।”
©somewhere in net ltd.