নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তনের অঙ্গীকার

আই নাজ বলছি

আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহকে, তারপর সেই মানুষটিকে বেশি ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

আই নাজ বলছি › বিস্তারিত পোস্টঃ

ক্রিয়া প্রতিক্রিয়া

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০


টিট ফর ট্যাট, অর্থাৎ’, ‘ইটটি মারলে পাটখেলটি খেতে হয়।’ ধ্বনি তুললে তার প্রতিধ্বনি হবেই, সেটা আপনি শুনতে পান আর নাই পান। আতরভরা শিশির ছিপি খুললে আশপাশ আতরের সুবাসে ভরে উঠবে। কাঁচা লেট্টিনের পাশ দিয়ে গেলে নাকে রুমাল গুঁজতেই হবে। আঘাত পেলে ব্যথা অনুভূত হবেই, সে আঘাত মাথায় লাগুক বা মনেই লাগুক। ভাল এবং পরিচ্ছন্ন জামা-কাপড় পরলে মন খুশী হয়, এ খুশী চেহারায়ও ফুটে ওঠে। যে কোন কাজ করলে একটা ফলাফল পাওয়া যায়। সে ফলাফল ভাল না মন্দ, সেটা পৃথক কথা। সুতরাং আমরা বিজ্ঞানী নিউটনের সূত্রকে ভিত্তি করে বলতে পারি যে, প্রত্যেক এ্যাকশনের নিজস্ব রি-এ্যাকশন আছে। অর্থাৎ যে এ্যাকশনের রি-এ্যাকশন নেই সেটা কোন এ্যাকশন নয়। যদি কেউ বলেন যে, আগুনের কাছে বহুক্ষণ ঘি-এর বাটি রাখলাম কিন্তু ঘি গলেনি। এ কথা শুনে যে কেউ বলবেন, আসলে লোকটি মিথ্যা কথা বলছে, অথবা যে বস্তুকে সে ঘি বলছে সেটা ঘিই নয়, অন্য কিছু। অতএব, এত কথার পর যে কথা সর্বাধিক উল্লেখ্য, তাহলো, ক্রিয়া করলে তার প্রতিক্রিয়া হয়, যেমন ধ্বনি তুললে তার প্রতিধ্বনি হয়। এই প্রতিক্রিয়ার প্রকাশ যার মধ্যে ঘটে, তাকে অবশ্যই বলতে পারি যে, তার মধ্যে এ্যাকশনের রি-এক্যাশন হওয়ার কারণে তিনি রি-এ্যাকশনারী। অর্থাৎ, প্রতিক্রিয়াশীল হয়ে প্রকাশিত হলেন। তার মধ্যে আগুন আছে একথা মানতে হবে। তিনি জিন্দা দিলের মানুষ, আইসক্রীম ফ্যাক্টরী নন।


(পরবর্তী পোস্ট শী্ঘ্রই আসবে..

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

আরোগ্য বলেছেন: আপনার লেখা ভাল।প্রথম পাতায় আসার জন্য ব্লগে অধিক সময় এ্যাক্টিভ থাকুন।অন্যের পোস্টে গঠনমূলক মন্তব্য করুন।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

আই নাজ বলছি বলেছেন: আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আপনাকে

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

উদাসী স্বপ্ন বলেছেন: খুবই চিন্তাশীল ব্যাপার

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

আই নাজ বলছি বলেছেন: হুম.....।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: সামুতে স্বাগতম।
লেখাটি ভাল লেগেছে।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

আই নাজ বলছি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.