![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহকে, তারপর সেই মানুষটিকে বেশি ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
সুখী সমাজ গড়ার জন্য বিত্তবান বা বিত্তহীনদের সঙ্গে সাক্ষৎকার অপরিহার্য নয়। হাঁ, সাক্ষাৎকারে বহু সত্যের সন্ধান পাওয়া যায়। নির্লোভ ও বড় কলিজাওয়ালা সৎ নেতৃত্ব ছাড়া সুখী সমাজ গড়া সম্ভব নয়। নিরঙ্কুশ সুখ এই পৃথিবীতে কেউ দিতে পারবে না এবং নিরঙ্কুশ সুখ ভোগের জায়গাও এই দুনিয়া নয়। যতটুকু আছে ততটুকু ভোগ করা যায়, তবে তা ত্যাগের পথে। ত্যাগের পথেই যে অর্জন, সে অজর্নই সুখের পথের সন্ধান দেয়। ত্যাগের পথে চলেই হাতেমতাঈ খ্যাতিমান হয়েছিলেন। ব্যক্তিগত লোভ বিসর্জন দিয়েই হাজী মোহাম্মদ মহসিন আত্মতৃপ্তি লাভ করেছিলেন। লোভের নিয়ন্ত্রণ ছাড়া সুখের কইতরের দর্শন লাভ অসম্ভব। এই পৃথিবীতে তারাই সুখী, যারা মনে করে, এ পৃথিবী সুখের জায়গা নয়, সুখ রয়েছে ওপারে।
২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩
আই নাজ বলছি বলেছেন: আপনার কথায় যেন মঙ্গল হয়। এই আশাই করি।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আশা কছি, খুব তাড়াতাড়ি সুখ পেয়ে যাবেন।