| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আই নাজ বলছি
আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহকে, তারপর সেই মানুষটিকে বেশি ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
‘যত গুড় তত মিষ্টি’- এটা বলতে পারেন একটা কথার কথা অথবা বলতে পারেন সামাজিক রসিকতা। ঘুষখোরদের মাহিনা দ্বিগুণ, তিনগুণ বা চার-পাঁচগুণ বাড়িয়ে দিলেও তারা ঘুষ খাবেই, ঘুষ খাওয়ার অভ্যাস তাদের রক্তের মধ্যে মিশে আছে। টাকা নামক মিষ্টিতে ওদের ডুবিয়ে রাখলেও ঘুষ-অভ্যাস থেকে তারা মুক্ত হবে না।
‘যত গুড় তত মিষ্টি’- এ কথার ব্যবহারিক বাস্তবতাও আছে, তা স্বীকার করি। যেমন ভাল ফল পেতে হলে অধিক শ্রম দিতে হয়, পরিচর্যায় মনোযোগী হতে হয়। ভাল ঘরে বাস করতে হলে ভাড়াটাও মোটা অংকের গুণে দিতে হয়, ভাল খেতে হলে ভাল পয়সা খরচ করতে হয়।
এসব দিক বিবেচনা করে বলা যায় ‘যত গুড় তত মিষ্টি’। কিন্তু গুড়ের যে একটা চূড়ান্ত মিষ্টি আছে, এই চূড়ান্ত মিষ্টি হয়ে যাওয়ার পর যতই গুড় ঢালা হোক না কেন, মিষ্টি মোটেই বৃদ্ধি পাবে না, বরং গুড়ের হবে অপচয়। শুধু তাই নয়, অধিক গুড়ের ব্যবহারের কারণে পেটে গোলমাল বাধতে পারে, এমনকি ডাক্তারের শরণাপন্নও হতে হবে। তাই ‘যত গুড় তত মিষ্টি’ আক্ষরিক অর্থে ও সঙ্গত কারণেই মানা যায় না।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
আই নাজ বলছি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪
কাওসার চৌধুরী বলেছেন:
লেখায় যুক্তি আছে। পড়লাম, ভাল লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য।