নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তনের অঙ্গীকার

আই নাজ বলছি

আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহকে, তারপর সেই মানুষটিকে বেশি ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

আই নাজ বলছি › বিস্তারিত পোস্টঃ

ক্ষণস্থায়ী জীবনের উদ্দেশ্যে-

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩



একচালা টিনের ঘর- এই আপন এই পর

সবাই তো যাযাবর- তবুও বানাই ঘর

ভেতরে নেই ঠিক ঠাক- বাইরে বেশ ফিটফাট

সম্পর্কের কাঁটা ছেড়া- সবশেষে বাশের বেড়া

একচালা টিনের ঘর- এই আপন এই পর

সবাই তো যাযাবর- তবুও বানাই ঘর

জীবনের যত প্রয়োজন- তবুও মানে না মন

নানান রঙের শান্তি খোজে- না পেলে দুচোখ বুজে

এই কূলে আমার- তুমি একটাই বিশ্বাস

তোমারই এক ইশারায়- চলে যাবে নিঃশ্বাস

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ- করে দাও সব বন্ধ

ভাই ছাড়া তোমার জীবন- হয়ে যাবে অন্ধ

হে..ই একচালা টিনের ঘর- এই আপন এই পর

সবাই তো যাযাবর- তবুও বানাই ঘর

একচালা টিনের ঘর- এই আপন এই পর

সবাই তো যাযাবর- তবুও বানাই ঘর

ভেতরে নেই ঠিক ঠাক- বাইরে বেশ ফিটফাট

সম্পর্কের কাঁটা ছেড়া- সবশেষে বাশের বেড়া

একচালা টিনের ঘর- এই আপন এই পর

সবাই তো যাযাবরব- তবুও বানাই ঘর

লেনদেন সব গুছিয়ে নাও- যার কাছে তুমি যা কিছু পাও

ঈমানের খুটি টা যেনো- না হয় তোমার যেনোতেনো

আমার মনে বিশ্বাস তাই, এ কুল ও কুল যেখানে যাই

তুমি ছাড়া উপায় নাই, তুমি ছাড়া কোন কূল নাই

সময় থাকতে সাবধান হও, লেনদেন সব গুছিয়ে নাও

ঈমানের খুটিটা যেন, না হয় তোমার যেন তেন

দুদিনের এই সংসারে, কেউ আগে কেউ পরে

চলে যাব সব ছেড়ে- শুধু ঘরটা রয় পরে

দুদিনের এই সংসারে- কেউ আগে কেউ পরে

চলে যাব সব ছেড়ে- শুধু ঘরটা রয় পরে

হে..ই একচালা টিনের ঘর- এই আপন এই পর

সবাই তো যাযাবর- তবুও বানাই ঘর

একচালা টিনের ঘর- এই আপন এই পর

সবাই তো যাযাবর- তবুও বানাই ঘর

দুদিনের এই সংসারে- কেউ আগে কেউ পরে

চলে যাব সব ছেড়ে- শুধু ঘরটা রয় পরে

দুদিনের এই সংসারে- কেউ আগে কেউ পরে

চলে যাব সব ছেড়ে- শুধু ঘরটা রয় পরে

একচালা টিনের ঘর- এই আপন এই পর

সবাই তো যাযাবর- তবুও বানাই ঘর

একচালা টিনের ঘর- এই আপন এই পর

সবাই তো যাযাবর- তবুও বানাই ঘর

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

হাবিব বলেছেন: সহজ ভাষায় ক্ষণস্থায়ী জীবনের দারুণ প্রকাশ। লেখা ভালো লেগেছে । লাইক দিলাম।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

আই নাজ বলছি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

আই নাজ বলছি বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.