![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহকে, তারপর সেই মানুষটিকে বেশি ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
* আল্লাহ কি জড়, তরল, না বাষ্প?
অবিশ্বাসীরা ইমাম আবু হানিফার সাথে বিতর্ক করতে এসেছিল। তারা তাঁকে আল্লাহর অস্তিত্বের ধরণ সম্পর্কে প্রশ্ন করে:
“আপনার আল্লাহ কি লোহার মতো জড়? নাকি পানির মতো তরল? নাকি ধোঁয়ার মতো বাষ্প?”
আবু হানিফা: তোমরা কি কখনো কোনো রোগীর মৃত্যুকালে তার কাছে উপস্থিত ছিলে, যার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে?
নাস্তিক: হ্যাঁ, ছিলাম।
আবু হানিফা: মৃত্যু যখন তাকে নিশ্চল করে রেখে গেছে, তখন কি সে তোমাদের সাথে কথা বলেছে?
নাস্তিক: না।
আবু হানিফা: তবে কি মৃত্যুর পূর্বে সে কথা বলেছে এবং নড়াচড়া করেছে?
নাস্তিক: হ্যাঁ।
আবু হানিফা: তার অবস্থার মধ্যে এই পার্থক্য সৃষ্টি করেছে কোন জিনিস?
নাস্তিক: জীবনের অবসান।
আবু হানিফা: জীবনের অবসান?
নাস্তিক: হ্যাঁ।
আবু হানিফা: এবার তোমরা আমাকে এই ‘জীবনটার’ অস্তিত্ব সম্পর্কে প্রমাণ দিয়ে বলো, এটা কি জড়? নাকি তরল? নাকি বাষ্প?
নাস্তিক: এ বিষয়ে আমাদের জানা নেই।
আবু হানিফা: ‘জীবন (রূহ)’ একটা সৃষ্টি হওয়া সত্ত্বেও এর অস্তিত্বের ধরণ সম্পর্কে তোমরা কিছুই বলতে পারছ না, অথচ জীবনের স্রষ্টার অস্তিত্বের ধরণ সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করছ কোন বুঝে?
নাস্তিক: ...থ...থ...।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
আই নাজ বলছি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ওয়াও! দারুণ লেগেছে।