নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The more u read the more u learn.

Democracy is the government of the people, by the people and for the people-Abraham Lincoln

ইন্টারনেট জায়ান্ট

ইন্টারনেট জায়ান্ট › বিস্তারিত পোস্টঃ

নতুন ল্যাপটপ কিনতে চান? তাহলে এই পোষ্ট আপনার জন্য। দেখা অদেখা বিষয় গুলো।(মেগা পোষ্ট)

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

পোস্টটি উৎসর্গ করা হল সেই সব আদুরীর প্রতি যারা গৃহাভ্যন্তরে প্রতিনিয়ত নির্যাতিত হছে।





ল্যাপটপ কেনার সময় যে বিষয় গুলো লক্ষ রাখতে হবেঃ একটি ভালো মানের ল্যাপটপ কেনার ইচ্ছে সবারই থাকে। কিন্তু কিছু মৌলিক বিষয় খেয়াল না করায় আমার প্রায় সময় আমাদের চাহিদা মাফিক কিনতে ব্যর্থ হই। কথা না বাডিয়ে দেখে নেই কোন বিষয় গুলো মাথায় রাখা উচিৎ ।



ল্যাপটপ ব্রান্ড: বাজার এর বিভিন্ন ব্রান্ড এর মধ্যে আমার পছন্দ যথাক্রমে অ্যাপল, সনি, এইচপি, তশিবা, ফুজিতসু, স্যামসাঙ, আসুস, লেনোভো। অভিজ্ঞতা থেকে বলছি ডেল (Inspiron) পছন্দ না করাই ভাল হবে। তবে যাদের ডেল এ অতিমাত্রায় আসক্তি তারা অন্য মডেল গুলো দেখতে পারো।



কনফিগারেশন:





Processor: মিনিমাম core i3,i5,core2duo(যারা ল্যাপটপ শুধুমাত্র গান শোনা, মুভি দেখা, অফিস কাজ করা, প্রেজেন্টেশান এর কাজ করতে চাও) তবে এ ক্ষেত্রে 3rd generation নেওয়ার চেষ্টা করতে হবে। এ সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে।





Processor এর ধরনঃ বর্তমান এ দুই ধরন এর পাওয়া যায়। ইন্টেল ও এএমডি। এএমডি ইউরোপ মার্কেট দখল করলে ও এশিয়া মার্কেট এখনো ইন্টেল এর দখল এ। এএমডি Processor গুলো ইন্টেল থেকে একটু বেশি গরম হয়ে থাকে বলে শোনা যায়। এএমডি ব্যবহারকারিরা এএমডি কে এগিয়ে রাখতে চায় আর ইন্টেল ব্যবহারকারিরা ইন্টেল কে। বাস্তবতা হল বর্তমান প্রযুক্তি বিচার এ কোনটি কে ফেলে দেওয়ার সুযোগ নেই। কিছু সুভিদা ইন্টেল থেকে পাওয়া যায় বলে অনেকে ইন্টেল কে সন্দেহাতীত ভাবে এগিয়ে রাখবে। আমি ও তাদের দল এ।





ল্যাপটপ এ 3rd generation বলতে কি বুঝায়ঃ ল্যাপটপ এ 3rd generation বলতে প্রসেসর এর 3rd generation কে বুঝায়। বর্তমান এ 2nd,3rd,4th generation এর প্রসেসর পাওয়া যায়। তবে 3rd generation প্রসেসর ই বেশি পাওয়া যায়। মূলত 2nd থেকে 3rd generation স্পীড একই সিরিজ এর প্রসেসর ভেদে এ ২০০-৬০০mhz পর্যন্ত বাডতে পারে। তবে যারা core2 কিনতে চাও (সাধারণ কাজ কাজের জন্য) তাদের জন্য 3rd generation না হলেও চলবে। 2nd generation প্রসেসর গুলো sandy bridge technology তে আর 3rd generation গুলো Ivy bridge technology তে চলে। 3rd generation গুলো তে কম বিদ্যুৎ খরচ হয় ফলে কম তাপ উৎপন্ন হয়। এভাবে 4th generation(Haswell technology) গুলো তে আরও কম বিদ্যুৎ খরচ ও তাপ উৎপন্ন হয়। গতি ও বেশি হয়।





কিভাবে বুজবো আমার Processor 2nd or 3rd generation এরঃ My computer এ Right ক্লিক করে properties এ ক্লিক করলে Processor এর নাম্বার দেখা যাবে। যদি নাম্বার 2 দিয়ে শুরু হয় তাহলে বুজতে হবে 2nd generation এর Example: Intel(R) core(TM)i5-2150m আর যদি 3 দিয়ে শুরু হয় তাহলে এটি 3rd generation এর।Example: Intel(R) core(TM)i5-3290m





Ram: corei3,i5 এর জন্য minimum 4 gb আর corei2duo এর জন্য 2gb হলেই চলবে। Ram DDR3(Double Data Rate) হতে হবে। অবশ্যই BUS speed এর বিষয় টা মাথায় রাখতে হবে। BUS speed 1600mhz or 1800mhz হলে ভাল হয়। অনেকে DDR3 নিয়ে খুশি হয়ে যায়। BUS speed এর কথা খেয়ালই রাখে না। অথচ এর উপর ও কম্পিউটার এর স্পীড নির্ভর করে। অনেকে মনে করে 4GB RAM লাগিয়ে দিলাম আর কম্পিউটার পাঙ্খা হয়ে যাবে। বাস্তবে দেখা যায় BUS Speed কম হওয়ার জন্য 8GB DDR3 RAM ব্যবহার করে ও কাঙ্ক্ষিত স্পীড পায় না। করে। so, সাধু সাবধান। কমপক্ষে 1200mhz BUS speed এর RAM নেওয়া উচিত (সাধারণ ব্যবহারকারীদের জন্য)





graphics Card: অধিকাংশ ল্যাপটপ এ সাধারণত built in graphics card/integrated graphics card (intel hd 3000 or 4000)থাকে। তাই এটি পরিবর্তন এর সুযোগ নেই। তবে dedicated graphics card/external graphics ও পাওয়া যায়। যারা গ্রাফিক্স এর কাজ করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখা ভালো ল্যাপটপের কিছু পার্টস পরিবর্তন করা গেলেও graphics Card পরিবর্তন করা যাবে না। তাই Dedicated graphics card/external graphics প্রয়োজন হলে তা কেনার সময়ই নিয়ে নিতে হবে। কারন ল্যাপটপ Manufacturing এর সময় graphics সহ/ছাডা ভিন্ন ভিন্ন ভাবে তৈরি হয়। কিন্তু সে ক্ষেত্রে price একটু বেশি পড়বে।





Main board/Motherboard: এটি সাধারণত Laptop এর configuration অনুসারে balance করা থাকে। মাদার বোর্ড বলতে এর chipset কে বুঝানো হয়। এই chipset ই সাধারণত Processor, RAM, Hard disk ও অন্যান্য উপাদান গুলোর সমন্বয় করে থাকে। তবে ডেক্সটপ কেনার সময় অবশ্যই Main board/Motherboard এর প্রতি লক্ষ রাখতে হবে।





Hard disk: সাধারণত বাজার এ দুই ধরনের Hard disk পাওয়া যায় 5200rpm ও 7200 rpm(Revolution per minute) এর। ল্যাপটপ এর ভাল স্পীড এর জন্য 7200 rpm অপরিহার্য। তবে যারা normal কাজ এর জন্য ল্যাপটপ নিতে চাও তাদের 5200rpm হলেও চলবে।





Display: সাধারণত ১৫" হলে ভাল হয়(মুভি দেখার জন্য)। তবে ১৪" হলেও চলবে। (যদি নিয়মিত বাইরে নিতে হয় তাহলে ১৩" ও নিতে পারো)।





USB 3.0 আছে কিনা দেখাঃ বর্তমানে বহুল ব্যবহৃত USB 3.0। এর ডাটা Transfer rate 400MBps। অন্যদিকে USB 2.0 এর Data transfer rate 35MBps মাত্র।(source:wikipedia) ল্যাপটপ এ USB 3.0 আছে কিনা বুঝার উপায় হল USB port এর পাশে যে চিহ্ন আছে তার পাশে দুটি SS দেখা যাবে। সাধারণত এটি ল্যাপটপের বাম পাশে থাকে। যারা Pendrive এ বড আকারের ফাইল Transfer বেশি কর তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। Core i3-7 Serise এর ল্যাপটপ গুলোতে USB 3.0 আছে।





ভাল স্পীড পেতে হলে কোন বিষয় গুলর প্র'তি লক্ষ রাখতে হবেঃ অনেকের কাছে কম্পিউটার এর অন্য নাম স্পীড। মূলতঃ যে কম্পিউটার এর স্পীড নাই তাকে আমি কম্পিউটার ও বলি না। স্পীড নির্ভর করে RAM,Processor,chipset,hard disk এই ৪ টি বিষয় এর যথাযথ সমন্বয় এর উপর। তাই ল্যাপটপ/ডেক্সটপ কেনার সময় এই বিষয় গুলোর প্রতি লক্ষ রাখতে হবে। এই বিষয় গুলোর প্রতি লক্ষ রেখে ল্যাপটপ কিনতে হবে সাথে পকেট এর balance এর প্রতি ও। যারা HP series নিতে চাও তাদের কে Hp probook suggest করবো(ব্যক্তিগত মতামত)। যা আমি নিজে ও ব্যবহার করি। বেশ ভাল performance পাচ্ছি।



শেষ কথাঃ সাধারণ কাজ (যারা ল্যাপটপ শুধুমাত্র গান শোনা, মুভি দেখা, অফিস কাজ করা, প্রেজেন্টেশান এর কাজ করতে চাও) এর জন্য dual core/core2 এর ল্যাপটপ নিলেই হয় যা ২২০০০-৩০০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। তাই ৫০ হাজার বা ১ লক্ষ টাকার কম্পিউটারের জন্য আফসোস করা বোকামি ছাড়া আর কিছু ই নয়। কম্পিউটার থাকা না থাকার মধ্যে যতটুকু পার্থক্য, কম বা বেশি Configuration এর কম্পিউটার এর মধ্যে সে পার্থক্য নেই।



ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা।





(পোষ্টটি তে আরও কয়েকটি বিষয় এড করা হল।)



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




RAM এর বাস স্পিড ১৬০০ মেগাহার্জ এর উপর নেওয়াটা চরম বোকামী!!! কারন এর চাইতে বেশী বাস স্পিডের RAM নিতে চাইলে শুধু টাকাই খরচ হবে সেই তুলনায় পারফর্মেন্স বাড়বেনা!!!


স্ক্রিন সাইজ প্রয়োজনের উপর নির্ভর করে। পোর্টেবিলিটির উপর গুরত্ব বেশী দিলে স্ক্রিন সাইজ ১৩.৩ ইন্চি নেওয়াটাই বেটার!! তবে ১৪ ইন্চির উপরে না নেওয়াই ভালো!!



ল্যাপটপের ব্র্যান্ড??!!! "অমুক ব্র্যান্ড ভালো, তমুক ব্র্যান্ড ভালো না"- এরকম করে বলাটা বোকামীর সামিল!! কারন একেকজনের চয়েস এবং এক্সপেরিয়েন্স একেক রকম হওয়াটাই স্বাভাবিক!!



পোষ্টের জন্য ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

ইন্টারনেট জায়ান্ট বলেছেন: আপনি 3 টি বিষয়ের কথা বলেছেন। 1. RAM 2.Screen size 3.Brand preference


প্রথমে আসি RAM এর বাপারে । আপনি বলেছেন 1600mhz এর এর উপর নেওয়া বোকামি কারন 1600 এর বেশি নিলে টাকা এ খরচ হবে সেই তুলনায় Performance বাডবেনা। বেশি না বাডলেও কিছুটা তো বাড়বে। আর আমি কিন্তু Highest performance এর কথা বলেছি। আর নরমাল ইউজারদের জন্য 1200mhz এর কথা ও বলেছি।


আপনি বলেছেন Portability উপর বেশি গুরুত্ব দিলে , আর আমি যদি Portability এর উপর গুরুত্ব না দিই তখন কোনটা Better হবে? মূলতঃ এই পোস্ট এ কাউকে বাধ্য করা হচ্ছে না। আমাদের মধ্যে অনেকেই মুভি দেখতে পছন্দ করে। আর Display বড হলে একটু সুভিদা হয়। Portability উপর বেশি গুরুত্ব দিলে Display ছোট হলে ভালো হয়, এই Common sense টা নিশ্চয় প্রত্যেক এর ই আছে। এটা ব্যবহারকারীর ব্যবহার এর ধরন এর উপর নির্ভর করে। যেহেতু গ্রাফিচস ল্যাপটপ এর কথা বলেছে বলেছি তাই Display সাইজ টা আলোচনা সাপেক্ষ।


অমুক ব্রান্ড ভালো তমুক ব্রান্ড ভালো না। এই লিখা টা এই পোস্ট এর কথাও নাই। আমি লিখেছি ডেল পছন্দ না করাই ভালো হবে তাই মানে এই না যে ডেল খারাপ। আর আমি কাউকে বলছি না যে কোন নির্দিষ্ট প্রোডাক্ট টা নিতে হবে। আমি "পারেন" শব্দ টা উল্লেখ করেছি। আর প্রোডাক্ট Rating বলে তো কিছু একটা আছে নাকি? আমি তো তাই বললাম। আপনি net search করলে দেখবেন প্রোডাক্ট Rating (প্রায়) এভাবে দেওয়া আছে।


আর এই পোস্ট টা কিছু নিজে জানার/ জানানোর জন্য দেওয়া হয়েছে। এখানে বাধ্য করার কোন বিষয় নয়। কাউকে উপদেশ দেওয়ার জন্য ও নয়। আপনি উপদেশ হিসেবে নিলে আমার কিছু করার নেই।


কমেন্ট এর জন্য ধন্যবাদ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬

তামিম ইবনে আমান বলেছেন: ভালো পোস্ট।

ডিসপ্লের কথা কিছু বললেন না। ডিস্প্লে ১৪ ইঞ্চি নেয়াই ভালো যেটা স্বপ্নবিলাসী ভাই বললেন। আমি ১৫ দশমিক ৬ ইঞ্চি নিয়ে এখন ল্যাপটপ নিয়ে বের হতে পারি না। এত বড় ল্যাপটপ নিয়ে ঘুরতে মুঞ্চায় না।
আর সাধারন কাজে নেটবুক নেয়াই বেটার। পোর্টেবিলিটি ভালো, ব্যাকাপ টাইম ভালো।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

ইন্টারনেট জায়ান্ট বলেছেন: ল্যাপটপ গুলতে Display category অনুসারে balance করা থাকে তাই বলা হয় নি। তবে LCD.LED সম্পর্কে আলাদা পোস্ট দেওয়া যায়। মনিটর নিয়ে Somewhereinblog.net এ অনেক পোস্ট আছে।

কমেন্ট এর জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

তেপান্তর মন বলেছেন: অ্যাপল ভালো, কিন্তু শুধু ভালো দেখে কিনলেই তো হবেনা। আরও অনেক দিক বিবেচনা করা উচিৎ।
নষ্ট হলে বা কোন পার্টস কিনতে গেলে দেশে পাবেন না, অ্যাপল এর কোন কাস্টমার কেয়ার না থাকায় সেবা পাবেন না। ট্রাবলসুটিং যা করার আপনার করতে হবে। প্লাস ম্যাকিন্টস সবার ধাঁতে সয় না।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

ইন্টারনেট জায়ান্ট বলেছেন: U are right bro.



কমেন্ট এর জন্য ধন্যবাদ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

রাজীব বলেছেন: আমি নেটবুক পছন্দ করি। বিভিন্ন কাজে আমাকে প্রায়ই দেশের বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে হয়। সেজন্য ২ টি কারনে আমার নেটবুক পছন্দ
১। হালকা
২। প্রায় ৬-৭ ঘন্টা ব্যাটারী ব্যাকআপ

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

ইন্টারনেট জায়ান্ট বলেছেন: হালকা পাতলা কাজ এর জন্য নোট বুক ই better।

কমেন্ট এর জন্য ধন্যবাদ

৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৬

Md root বলেছেন: ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর জন্য কম্পিউটারের কনফিগারেশন কেমন হওয়া উচিত?।আপনার প্রতি উত্তর আশা করছি।বাজেট ৪০০০০ মত।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১১

রিফাত হোসেন বলেছেন: অনেক দেখাদেখির পর msi কিনেছিলাম। এমডি রুট সাহেব আমি স্কুলে থাকতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও গ্রাফিক্স ডিজাইন আর ওয়েব ডেভলপমেন্ট শিখেছিলাম, তখন সিআরটি মনিটর এর ৪০ না ২০ জিবির এইচডি ও ওস এক্সপি ,৯৮,২০০০ ছিল । রেম নাই বললাম। তাহলে আমার মতে, তখনকার সময় যদি সাধারন পিসিতে চললে এখনকার সময়েও সাধারন পিসিতেও চলবে।
তবে গ্রাফিক্সের কাজ নিয়ে একটু দিধাতে আছি, তখন মনে হয় রেম আর গ্রাফিক্স কার্ড টান দিবে। যদি ডেস্কটপ এ যান তাহলে ভাল একটি মাদার বোর্ড নিবেন যাতে ধীরে ধীরে আপডেট দিতে পারেন।
আমার যুক্তি বলে যে, যেহেতু এটাকে আপনি আপন করে নিতে চান, এটাই যদি ধ্যান জ্ঞান হয়ে থাকে, তাহলে ভাল কিছু নেওয়া উচিত(গতিসম্পন্ন), ভাল মাদারবোর্ড নিলে ভাল রেম নিতে পারবেন এমনিতেই, আপডেটের অপশন থাকে। ইদানিং একটা পিসি বানিয়েছিলাম জোড়াতালি দিয়ে, নতুন সময়ের একটা অভিজ্ঞতা হয়েছির, এই নিয়ে পোস্ট দেই নাই, দিব।
আপনি যদি প্রাথমিক শুধু শেখার জন্য নিতে চান, তাহলে সস্তাতেই থাকা ভাল হবে।

৪০ হাজার দিয়ে ভাল ল্যাপটপ আমি support দেই না। কারণ এরকম কিছু ভুক্তভোগী মানুষ দেখেছি।

আমার ধারনা সেকেলের উপর ভিত্তি করে তবে :) ইন্টারনেট জায়ান্ট সাহেব কি বলে দেখেন... উনি সম্ভবত তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.