নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম ইন লাইফ

ইসলাম ইন লাইফ

IslamInLife-এর team এবং সাইট সম্মানিত উলামায়েকেরামের দুআ ও নির্দেশনায় পরিচালিত।

ইসলাম ইন লাইফ › বিস্তারিত পোস্টঃ

ব্যাপক অর্থবোধক দুআ - ১

০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬


কুরআন-হাদীসের দুআ'র গুরুত্ব সম্পর্কে আগেও আলোচনা করা হয়েছে। প্রতিটি মুসলমান সাধারণভাবেই উপলব্ধি করতে পারে যে, কুরআন ও হাদীসে বর্ণিত দুআ অতুলনীয়। প্রতিটি মুসলমানের নিয়মিত আমলের মধ্যে গুরুত্বসহকারে কুরআন ও হাদীসে বর্ণিত দুআ অন্তর্ভুক্ত করে নেয়া উচিত।

আজ এমন একটি দুআ'র কথাই আলোচনা করা হচ্ছে। আল্লাহ পাক তাওফীক দিন!

সৌভাগ্যবশত: অধিকাংশ মুসলমানের মুখস্থ এই দুআটি। একাধারে এটি একটি দুআ, একটি ইস্তেগফার এবং একটি তওবাসম্বলিত বাক্য! পবিত্র কুরআনেও আছে, হাদীসের বর্ণনায়ও এসেছে। ইউনুস عليه السلام-এর দুআ:

لاَّ إِلَـهَ إِلاَّ أَنتَ سُبْحَـنَكَ إِنِّى كُنتُ مِنَ الظَّـلِمِينَ

যেকোনো বিপদে অত্যন্ত কার্যকরি দুআ ইউনুস!

আমাদের সব অবস্থাকে ঠিক করার মালিক আল্লাহ। তাঁকে ডাকতে কেন দ্বিধা আর কার্পণ্য করব?! তিনি শুনছেন ও তাঁর ক্ষমতায় সবকিছু। তাঁর হুকুমই কার্যকর হয়, অন্য কারো নয়। অতএব পূর্ণ বিশ্বাস ও আস্থা তাঁর উপরই রাখা উচিত।

দেখুন রবকে ডাকার কী বিনয়সম্বলিত কথামালা! (দুআ ইউনুসের অর্থ)

তুমি ছাড়া কোনো ইলাহ নাই
তুমি 'সুবহান' (অত্যন্ত পুতঃ-পবিত্র)
নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত!

...ইউনুস عليه السلام-এর অপূর্ব দুআ এবং ইস্তেগফার, যিনি মা'সুম (নিষ্পাপ) ছিলেন। আমাদের মতন এত পাপী-তাপি মানুষের জন্যেও একই ওষুধ! কারণ এ যে মহৌষধ, অব্যর্থই বটে। আল্লাহ তাআলার রহমত আমাদের গুনাহকে মাফ না করে ছাড়ে না! তাঁর মহাশক্তি (যখনই তিনি ইচ্ছা করেন) কোনো বিপদকে মুহূর্তকাল অগ্রসর হতে দেয় না।

শুধু ইউনুস عليه السلام মুক্তি পাননি, তার অনুসৃত সবাই (অর্থাৎ যারাই সঠিক পন্থায় আল্লাহ অভিমুখী হয়েছে) দুআটি পড়ে মুক্তি পেয়েছে এবং কেয়ামত পর্যন্ত এমনিভাবেই মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমাদেরকেও আল্লাহ তাআলা মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। আমীন।কুরআন-হাদীসের দুআ'র গুরুত্ব সম্পর্কে আগেও আলোচনা করা হয়েছে। প্রতিটি মুসলমান সাধারণভাবেই উপলব্ধি করতে পারে যে, কুরআন ও হাদীসে বর্ণিত দুআ অতুলনীয়। প্রতিটি মুসলমানের নিয়মিত আমলের মধ্যে গুরুত্বসহকারে কুরআন ও হাদীসে বর্ণিত দুআ অন্তর্ভুক্ত করে নেয়া উচিত।

আজ এমন একটি দুআ'র কথাই আলোচনা করা হচ্ছে। আল্লাহ পাক তাওফীক দিন!

সৌভাগ্যবশত: অধিকাংশ মুসলমানের মুখস্থ এই দুআটি। একাধারে এটি একটি দুআ, একটি ইস্তেগফার এবং একটি তওবাসম্বলিত বাক্য! পবিত্র কুরআনেও আছে, হাদীসের বর্ণনায়ও এসেছে। ইউনুস عليه السلام-এর দুআ:

لاَّ إِلَـهَ إِلاَّ أَنتَ سُبْحَـنَكَ إِنِّى كُنتُ مِنَ الظَّـلِمِينَ

যেকোনো বিপদে অত্যন্ত কার্যকরি দুআ ইউনুস!

আমাদের সব অবস্থাকে ঠিক করার মালিক আল্লাহ। তাঁকে ডাকতে কেন দ্বিধা আর কার্পণ্য করব?! তিনি শুনছেন ও তাঁর ক্ষমতায় সবকিছু। তাঁর হুকুমই কার্যকর হয়, অন্য কারো নয়। অতএব পূর্ণ বিশ্বাস ও আস্থা তাঁর উপরই রাখা উচিত।

দেখুন রবকে ডাকার কী বিনয়সম্বলিত কথামালা! (দুআ ইউনুসের অর্থ)

তুমি ছাড়া কোনো ইলাহ নাই
তুমি 'সুবহান' (অত্যন্ত পুতঃ-পবিত্র)
নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত!

...ইউনুস عليه السلام-এর অপূর্ব দুআ এবং ইস্তেগফার, যিনি মা'সুম (নিষ্পাপ) ছিলেন। আমাদের মতন এত পাপী-তাপি মানুষের জন্যেও একই ওষুধ! কারণ এ যে মহৌষধ, অব্যর্থই বটে। আল্লাহ তাআলার রহমত আমাদের গুনাহকে মাফ না করে ছাড়ে না! তাঁর মহাশক্তি (যখনই তিনি ইচ্ছা করেন) কোনো বিপদকে মুহূর্তকাল অগ্রসর হতে দেয় না।

শুধু ইউনুস عليه السلام মুক্তি পাননি, তার অনুসৃত সবাই (অর্থাৎ যারাই সঠিক পন্থায় আল্লাহ অভিমুখী হয়েছে) দুআটি পড়ে মুক্তি পেয়েছে এবং কেয়ামত পর্যন্ত এমনিভাবেই মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমাদেরকেও আল্লাহ তাআলা মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। আমীন

Subscribe here: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.