নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম ইন লাইফ

ইসলাম ইন লাইফ

IslamInLife-এর team এবং সাইট সম্মানিত উলামায়েকেরামের দুআ ও নির্দেশনায় পরিচালিত।

ইসলাম ইন লাইফ › বিস্তারিত পোস্টঃ

মুসলমানের পারিবারিক জীবন – ‌২

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭



আমাদের পরিবারের সদস্যদের মধ্যে যে দ্বন্দ্ব-কলহ-বিবাদ-ঝগড়া — যেটাই বলা হোক তার কার্যকারণ খতিয়ে দেখতে গেলে কয়েকটি বিষয় সামনে আসে:

* সদস্যগণের কেউ বা দ্বন্দ্বে লিপ্ত ব্যক্তিবর্গ যদি বিনয়ের বিপরীতে অবস্থান নেন
* সদস্যগণের কেউ যদি কোন কারণে কঠোর মনোভাব ও অবস্থান গ্রহণ করেন – এটাও অহংকার, হিংসা-প্রতিহিংসা বা কোন ক্ষোভ থেকে উৎপন্ন হয়।
* সদস্যগণ যদি কেউই 'সবর'-এর (=ইসলাম যেভাবে ধৈর্য শিখিয়েছে সেই) পথ অবলম্বন না করেন।

ইসলাম কেবল শান্তির বাণী নিয়ে আসেনি। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইখলাস, সবর এবং এসব গুণের ভিত্তিতে উন্নত আখলাক - সচ্চরিত্র। এগুলো শেখানো হয় এজন্যে যেন মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে এগুলো প্রয়োগ করা হয়। নিজ পরিবারের মাঝে এসব গুণের প্রয়োগ একেবারে প্রাথমিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের যে যত বড়, তার মধ্যে এগুলো আরও বেশি থাকা জরুরী। কেউ যদি স্বীকার করে নেয় সে পরিবারের কর্তা, তাহলে এটা স্বীকার করতেই হবে যে তার দায়িত্বও বেশি। সেই হিসেবে তার জন্য এটা বেশি জরুরী যে এসব গুণ তার মাধ্যেম অাগে প্রকাশ পাবে। সাথে সাথে তিনিই অন্য সবাইেক সুন্দরভাবে এ সুন্দরতম শিক্ষা দেবেন।

কেউ ছোট হলে তার করণীয় হল বড়র কাছ থেকে উত্তম শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী চলার সাধ্যমত চেষ্টা করা। আমরা যদি দোষারোপের মাধ্যম দ্বন্দ্ব-কলহ-বিবাদ-ঝগড়া সমাধান করতে চাই তাহলে শান্তি প্রতিষ্ঠার বদলে আমরা অশান্তিকে প্রশ্রয় দিলাম। অশান্তি প্রতিষ্ঠিত হতেও বেশি সময় লাগবে না। এবং আল্লাহ না করুন, ইসলামের শিক্ষা প্রয়োগের বদলে বিপরীত শিক্ষা অথবা শয়তানের প্ররোচণা – যেটাই বলুন – সেটাই প্রয়োগ করলাম। ইসলামের উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা করা। আর আমাদের পরস্পর দোষারোপের মাধ্যমে পরিবারের মাঝে শুরু হল কলহ-দ্বন্দ্ব-অশান্তি। এটা কি ঠিক হল নাকি অন্যায়?

ইনশাআল্লাহ চলবে

আমাদের সাথে থাকুন:
===============
http://www.islaminlife.com/bn
http://www.islaminlife.com
https://www.facebook.com/islaminlife.offcial
https://twitter.com/islaminlife
https://youtube.com/islaminlifechannel

Subscribe here: Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে আমাদের ধৈর্য একেবারে নেই বললেই চলে।

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

ইসলাম ইন লাইফ বলেছেন: আপনি যথার্থ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.