নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম ইন লাইফ

ইসলাম ইন লাইফ

IslamInLife-এর team এবং সাইট সম্মানিত উলামায়েকেরামের দুআ ও নির্দেশনায় পরিচালিত।

ইসলাম ইন লাইফ › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টির প্রতি দয়া

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩০



সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা'র দয়া অপরিসীম। সেটা আমাদের কল্পনায় ধরবে না।

এক সৃষ্টির প্রতি অন্য সৃষ্টির দয়া - স্রষ্টার দয়ার তুলনায় এ আর কতটুকু?! তারপরও সৃষ্টির প্রতি সৃষ্টির দয়া সমগ্র জগতের স্রষ্টার কাছে বিশেষভাবে মূল্যায়িত - অনেক বেশি দামী। দেখুন না, শুধু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য এক ব্যক্তির জন্য ক্ষমার ঘোষণা করা হয়েছে (বুখারী)! এর মাধ্যমে এটাই শিক্ষা দেয়া উদ্দেশ্য, তোমরাও এমনটি কর, তোমরাও ক্ষমা পাবে (যদি অন্য কোনো পুরস্কার দেয়া নাও হয়, এটাই তো সবচেয়ে বড় পাওয়া!)।

মহানুভব ব্যক্তিগণ অন্যের উপকার করার সুযোগে থাকেন। তাদের সিংহভাগ চিন্তা হল, আমি যদি কারো কিছুমাত্র কাজে লাগতাম! এমনকি সেটা হোক কাউকে তার প্রয়োজনীয় জিনিসটি এগিয়ে দিয়ে অথবা হোক অন্যকে সামান্য কোনো আরাম পৌঁছে। আর এসব করার পেছনে নিঃস্বার্থ ব্যক্তিগণের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা, অন্য কিছু নয়।

সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন ও পরোপকার হল ইসলামের সুমহান একটি শিক্ষা। একটু ইচ্ছাশক্তি ও লক্ষ রাখলে সহজেই সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা যায়, কাউকে পৌঁছানো যায় কোনো না কোনো উপকার! এঁর বিনিময় পার্থিব ও পরকালীন – উভয় জগতে মিলবে ইনশাআল্লাহ।

আল্লাহ'র সব সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন কর উচিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উপকারে নিবেদিত হতে হবে। শুধু মানুষের নয়, সব সৃষ্টির প্রতি দয়া-মায়া দেখাব, সাধ্যমতন আমরা তাদের উপকার করব ইনশাআল্লাহ।

http://www.islaminlife.com/bn

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

ইসলাম ইন লাইফ বলেছেন: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর রোগের কারণে অবুঝ শিশুর মৃত্যু; খাদ্যাভাবে অবুঝ শিশুর মৃত্যু ইত্যাদি কি প্রমাণ করে? কাহার দয়া, কাহার ভালোবাসা এগুলো?

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

ঝিগাতলা বলেছেন:



শুভ সকাল......
আল্লাহ আপনার মঙ্গল করুন......

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

ইসলাম ইন লাইফ বলেছেন: আমীন। আল্লাহ আপনারও...আমীন।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

ইসলাম ইন লাইফ বলেছেন: জাযাকআল্লাহ...

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: দুনিয়ার মন্দ কাজের জন্য দায়ী মানুষ। আর সমস্ত ভালো কাজের জন্য প্রভু।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

নয়া পাঠক বলেছেন: নিশ্চয়ই সকল মন্দকাজগুলো মানুষের সৃষ্টি, আর আল্লাহ শুধুমাত্র ভালকাজগুলোই করেন, যেখানে যতটুকু দরকার ভালোর জন্য তিনি ঠিক তাই দিয়ে ততটুকু দিয়েই তার সৃষ্টিকে করেছেন পরিপূর্ণ। কিন্তু আমরা তা অনুধাবন করতে না পেরে আমাদের অমঙ্গলের জন্য, বালা-মুসিবতের জন্য অযথাই তাঁকে দোষারোপ করে থাকি। আল্লাহ সকলের মঙ্গল করুন, আর সকলকে সত্য সঠিক পথে চলার তাওফিক দান করুন, আমিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.