নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম ইন লাইফ

ইসলাম ইন লাইফ

IslamInLife-এর team এবং সাইট সম্মানিত উলামায়েকেরামের দুআ ও নির্দেশনায় পরিচালিত।

ইসলাম ইন লাইফ › বিস্তারিত পোস্টঃ

মুসলমানের পারিবারিক জীবন – ‌৩

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭


ইসলাম যে মূলনীতিগুলো আমাদের জীবনযাপনের জন্য নির্ধারণ করে দিয়েছে সেগুলোর মধ্যে গভীর তাৎপর্য নিহিত আছে। বুদ্ধি খাঁটিয়ে যেমন সব লাভ জানা যাবে না, লাভগুলোর গভীরতাও সম্পূর্ণভাবে বোঝা যাবে না। কারণ যিনি সৃষ্টি করেছেন, স্বয়ং তিনি দিয়েছেন সেই সব নিয়মনীতি। কোথায় তাঁর জ্ঞান আর কোথায় আমাদের!

আমরা ‘মানুষ’ আল্লাহ তাআলার এক সৃষ্টি। বলা হয়েছে যে, মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। এর উদ্দেশ্যও বলা হয়েছে, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বা বন্দেগীর জন্যে। কিন্তু কী দেখা যায়? কত মানুষ বিজ্ঞানী, গবেষক, ডাকতার, ইঞ্জিনিয়ার. সাহিত্যিক বা চিত্রকর, ব্যবসায়ী (বা কত কিছু) বনে তাঁর স্রষ্টাকেই ভুলে বসে। উপরন্তু, অনেকেই এক পর্যায়ে আল্লাহ তাআলার নাফরমান হয়ে যায়। কারণ হল, মানুুষ এক পর্যায়ে নিজেকে ‘বড়’ ভাবতে শুরু করে। এই বড়ত্ব তাকে উদ্বুদ্ধ করে খোদাদ্রোহী হওয়ার জন্য। প্রথমেই কি সে খোদাদ্রোহী হয়ে যায়?! না। সেতো ঐ ব্যক্তিই যে মায়ের পেটে অসহায় থেকে অসহায় অবস্থায় ছিল! তারপর জন্মানোর পরও কত অসহায় অবস্থায় ছিল। কত দুর্বল এক-একটি পর্যায় অতিক্রম করে সে বড় হয়েছে। সে কত তাড়াতাড়ি ভুলে যায় তার মূল অবস্থা!

সামান্য একটু বড় হয়ে সে মায়েরই নাফরমানি শুরু করে সবার আগে। মায়ের কথা শোনে না। অথচ সেই মায়ের কোল আর আঁচলই কিন্তু তার একমাত্র আশ্রয় তখন! সামান্য বিপদে পড়লে দৌঁড়ে মায়ের কোলে সে ঝাঁপ দেয়। বড় বিজ্ঞানী আর বড় সাহিত্যিক হয়ে গেলে তো কথাই নেই! তাকে আর পায় কে? চলবে ইনশাআল্লাহ

http://www.islaminlife.com/bn

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম।
অতি সুন্দর পোষ্ট।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

ইসলাম ইন লাইফ বলেছেন: ওয়া আলাইকুমস সালাম ওয়া রাহমাতুল্লাহ! আল্লাহ বাস্তবতা বোঝার তাওফীক দিন। আমীন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

Saidul Islam Shakib বলেছেন: সুন্দর!!

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

ইসলাম ইন লাইফ বলেছেন: আল্লাহ আমাদের আকৃতিকে যেমন সুন্দর করেছেন, আমাদের প্রকৃতিকেও তেমনি সুন্দর করে দিন। আমীন।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

মো: অাজগর আলী বলেছেন: সুন্দর সুন্দর অনেক সুন্দর

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

ইসলাম ইন লাইফ বলেছেন: আল্লাহ আপনাকে সহ - আমাদের সবার বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থাগুলো সুন্দরতম করে দিন! আমীন।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

হাবিব বলেছেন: অতি উত্তম কথা বলেছেন

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০

ইসলাম ইন লাইফ বলেছেন: উত্তম বিনিময় দিন আল্লাহ আপনাকে - এ মন্তব্য যেন সৎ উৎসাহকে বাড়িয়ে তোলে আমাদের! আমীন

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

ইসলাম ইন লাইফ বলেছেন: আপনারও এবং আমাদের সবার! আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.