নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম ইন লাইফ

ইসলাম ইন লাইফ

IslamInLife-এর team এবং সাইট সম্মানিত উলামায়েকেরামের দুআ ও নির্দেশনায় পরিচালিত।

ইসলাম ইন লাইফ › বিস্তারিত পোস্টঃ

বিপদের প্রতিকারে অন্যতম পথ - ২

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১


গুনাহ ছাড়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যতবারই গুনাহ হোক, এই চিন্তা থাকাটা জরুরী – আমাকে গুনাহ ছাড়তে হবে। এই প্রচেষ্টা আন্তরিক হওয়া নিঃসন্দেহে স্বতন্ত্র একটি বড় নেয়ামত। কারণ, গুনাহ থেকে বাঁচা মানেই হল আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন। শয়তান এটা জানে বলেই তার আক্রমণ অব্যাহত রাখে। সে চায় আমরা তার অনুসরণ করি। সে চায় তার সাথে আমাদেরকে দোজখের সঙ্গী করতে। আমাদেরও উচিত এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আর সেটা অব্যাহত রাখা।

কু-প্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয় তওবা ও ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এ পথে সাহায্যের প্রতিশ্রুতি রয়েছে, তাই তা পূর্ণ হয়ই হয়!

তওবা হল আল্লাহ পাকের নাফরমানী বন্ধের পথ। এ পথ অবলম্বনই আমাদের সব বিপদের প্রতিকার। সর্বোপরি, এটা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক স্থাপনের এক বড় মাধ্যম!

Subscribe here: Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

হাবিব বলেছেন: শয়তান আমাদের প্রকাশ্য শত্রু.........

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

ইসলাম ইন লাইফ বলেছেন: কোনো সন্দেহ নেই...

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

মা.হাসান বলেছেন: প্রতিদিনই মানুষের উচিৎ মৃত্যু সম্পর্কে চিন্তা করা। অন্ধকার কবরের নিঃসঙ্গতার কথা ভাবলে তওবা করা সহজ হয়। এছাড়া হালাল খাবার, শারীরিক পবিত্রতা এবং নির্ধারিত সময়ে নামাজ পাপ থেকে দূরে রাখতে সহায়তা করে। আল্লাহ আমাদের তাঁর দিকে প্রত্যাবর্তন সহজ করে দিন।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

ইসলাম ইন লাইফ বলেছেন: আমীন। আমীন। আমীন। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মরণিকা।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ আমাদের সবাইকে পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

ইসলাম ইন লাইফ বলেছেন: আমীন। আমীন। আমীন। এ দুআ প্রতিটি মানুষের জন্য...

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

শৈবাল আহম্মেদ বলেছেন: অপরাধ করে ক্ষমা চওয়ার কোন বক্স এজগতে নেই। ওগুলো মানুষের কল্পনায় থাকে। যে যেমন কর্ম করবে তেমনই ফল পরবর্তিতে তার জন্য প্রস্তুত থাকে। সেটা যেমন ধরনের আপেক্ষিক বা মানুষের জ্ঞানের বাইরে থাকুক না কেন-তার কর্মের ফল তাকে পরবর্তি পদক্ষেপে নিয়ে যাবে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

ইসলাম ইন লাইফ বলেছেন: একদম ঠিক!‍ যেমন কর্ম করবো, তেমনি ফল পাবো! খুব চিন্তা করে কাজ করা উচিত।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সমস্ত রকম গুনাহ থেকে দূরে রাখুক।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

ইসলাম ইন লাইফ বলেছেন: আমীন, আমীন এবং আমীন। রিয়েলি! না হলে গুনাহর ভয়ানক থাবা দোজখের ইন্ধনে পরিণত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.