নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম ইন লাইফ

ইসলাম ইন লাইফ

IslamInLife-এর team এবং সাইট সম্মানিত উলামায়েকেরামের দুআ ও নির্দেশনায় পরিচালিত।

ইসলাম ইন লাইফ › বিস্তারিত পোস্টঃ

শীত, লেপ, ঘুম, নামায

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১৮



শীতের দিনে লেপের নীচে ঘুমটা কতই না মজার!
শীতের দিনে লেপের নীচে একটু বেশি ঘুমান, অসুবিধা কী?!
শীতের দিন ঘুম ভাঙার পর লেপের নীচ থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে অযু করে নামায পড়তে...
কী খুব মজা?
আসলে যে যেটার স্বাদ পেয়েছে (সব কষ্ট কী আর আসলে কষ্ট??)।

ঘুম এক নেয়ামত। অনেক বড় নেয়ামত। আবার নামায আরো বড় নেয়ামত। ইবাদত-শ্রেষ্ঠ। দুইয়ে টক্কর লাগলে কী এক অবস্থা!!
ঘুমান ভাই। লেপের নীচে আরাম করে ঘুমান। নামাযের সময় শুধু নামাযটা একটু পইড়ে নিয়েন।
কত আল্লাহ'র বান্দা আছে এই চিন্তা নিয়েই বিছানায় যায় 'ঘুম আবার নামাযটা কাযা করে না দেয়!'
কেউ আযান শুনলেই উঠে পড়ে।
কেউ আযান শোনার পর সজাগ হয়ে যায়।
কেউ কেউ মসজিদে জাম'আত ধরার জন্য ব্যাকুল থাকে!

প্রিয় ভাই-বোনেরা,
ঘুম, শীত, লেপ, নামায (গরম, বৃষ্টি, রোদ, ছাতা, কাঁথা-বালিশ - আরো যা কিছু আছে....) সবই আল্লাহ'র দেয়া নেয়ামত। দুনিয়াতে একটু কষ্ট করো আর কী! নামাযটা টাইমলি পড়ে নাও। তারপর শীতকে আবার আপন করার জন্য লেপ-মুড়ি দিয়ে মজা করে ঘুমাও। এভাবে আল্লাহ তাআলা'র কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অযু করা ---আমার তো এখনই ঠান্ডা লাগছে। ভোর বেলা পানি হয়ে থাকে অনেক ঠান্ডা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

ইসলাম ইন লাইফ বলেছেন: উফ্ যা বললেন ভায়া! সত্যিই, শীতের কাঁপুনিটা সেই রকমই মনে হয় কখনো কখনো...

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যারা শীতপ্রধান দেশে বসবাস করে তাদের কথা একবার ভেবে দেখুন।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

ইসলাম ইন লাইফ বলেছেন: ভাবতেই গাটা ঠান্ডায় শিউরে ওঠে; শিওর অনেক বেশি ঠান্ডা লাগে সেখানে! তাদের সওয়াবটাও বেশি সিওর!!

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১০

নাহিদ০৯ বলেছেন: সকালে নামাজ পড়ে আসার পরে যে আরেকবার ঘুম হয় তা যে অনেক আরামের তা বললেন না!!
বি;দ্র: সকালে ঘুমানো উচিৎ না।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

ইসলাম ইন লাইফ বলেছেন: এইযে নাহিদ ভাই আপনি বলে দিলেন! এটা আপনার বলার জন্যই মনে হয় বাকি ছিল। জাযাকআল্লাহ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

ঝিগাতলা বলেছেন: ভালো বলেছেন.........

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ইসলাম ইন লাইফ বলেছেন: আল্লাহ তুমি কবুল করো! তোমার বান্দারা ভালো বলছে।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

ইসলাম ইন লাইফ বলেছেন: জাযাকআল্লাহ। দুআ করবেন প্লিয।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.