![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা এতদিন বুঝে শুনে কৌশলে (نرد شير) এর অনুবাদ "দাবা" করেছেন তারা যেই হোন আল্লাহর কাছে ক্ষমা চান। কারন রাসুলুল্লাহ সাঃ বলেছেন, “যে আমার নামে মিথ্যা রচনা করবে সে তার বাসস্থান পাবে জাহান্নামে” (সহীহ বুখারী, সহীহ মুসলিম, সূনানে আবু দাঊদ)
.............................................
সুলাইমান ইবনে বুরাইদাহ তার পিতা বুরাইদাহ (রাঃ) হইতে বর্ণনা করেছেন।রাসুল (সাঃ) বলেছেন,“যে ব্যাক্তি পাশা(نرد شير) খেলল সে যেন শূকরের গোশত ও রক্তে হাত রাঙাল”।
-(মুসলিমঃ২২৬০; অধ্যায়ঃকবিতা) ইসলামিক ফাউন্ডেশন,বাংলাদেশ।
.....................................................................
পাশা খেলা কি?
পাশা একধরনের খেলা যা প্রচলন করেন ইরানের বাদশাহ ‘ইরদ শীর ইবনে বাবক শাহ’। হাদিসে এই খেলাটিকে বলা হয়েছে ‘নিরদে শীর’। মূলত ‘নিরদে শীর’ হচ্ছে হাদিসে উল্লেখিত খেলাটির আসল নাম। এটি মূলত একটি ইরানি শব্দ। নিরদ বলা হয় খেঁজুর পাতার তৈরি এক ধরনের ঝুড়িকে যার মুখটা থাকে নিচের দিকে আর উপরের দিকের তুলনায় নিচের দিকটা একটু বেশি চওড়া।সাতটা কড়ির সাহায্যে এ খেলাটি খেলা হয়।এটা ছিল মূলত একপ্রকার জুয়া খেলা।
.................................................................................
দুঃখজনক হলেও সত্যি কেউ কেউ হাদিসের অনুবাদে পাশা কেটে দিয়ে তার বদলে দাবা লেখে প্রচার করে।
দাবা আরবি হচ্ছে শাতরাঞ্জি(شطرنج)।
একটি হাদিসও নেই যেখানে দাবা(شطرنج) খেলাকে হারাম বলা হয়েছে। দাবা আর পাশা(জুয়া) এক কথা নয়।
দাবা হারাম মালেকি মাঝহাবে ও হাম্বলি মাঝহাবে। তবে এর পিছনে ব্যাক্তিগত কিয়াস, চিন্তা,মত ছাড়া কুরআন হাদিসের কোন দলিল নেই।
.................................................................................
যারা এতদিন বুঝে শুনে কৌশলে (نرد شير) এর অনুবাদ দাবা করেছেন তারা যেই হোন আল্লাহর কাছে ক্ষমা চান। কারন রাসুলুল্লাহ সাঃ বলেছেন, “যে আমার নামে মিথ্যা রচনা করবে সে তার বাসস্থান পাবে জাহান্নামে” (সহীহ বুখারী, সহীহ মুসলিম, সূনানে আবু দাঊদ)
©somewhere in net ltd.